মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৬. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩১৮
মুজাহিদদের স্ত্রীদের সাথে জিহাদ থেকে বিরত থাকা লোকদের খিয়ানত করা হারাম
হাদীস নং- ৩১৮
হযরত ইব্ন বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যারা জিহাদ থেকে বিরত থাকে, তাদের উপর আল্লাহ্ তা'আলা মুজাহিদগণের নারীদেরকে এমনিভাবে হারাম করেছেন, যেমনি তাদের মাদেরকে হারাম করেছেন। যদি কোন ব্যক্তি জিহাদে গমন না করে মুজাহিদের পরিবারবর্গের সাথে খিয়ানত করে, কিয়ামতের দিন মুজাহিদগণকে বলা হবে যে, তার থেকে তুমি কিসাস গ্রহণ কর। অতঃপর তোমার কি ধারণা ?
হযরত ইব্ন বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যারা জিহাদ থেকে বিরত থাকে, তাদের উপর আল্লাহ্ তা'আলা মুজাহিদগণের নারীদেরকে এমনিভাবে হারাম করেছেন, যেমনি তাদের মাদেরকে হারাম করেছেন। যদি কোন ব্যক্তি জিহাদে গমন না করে মুজাহিদের পরিবারবর্গের সাথে খিয়ানত করে, কিয়ামতের দিন মুজাহিদগণকে বলা হবে যে, তার থেকে তুমি কিসাস গ্রহণ কর। অতঃপর তোমার কি ধারণা ?
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " جَعَلَ اللَّهُ تَعَالَى حُرْمَةَ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ، وَمَا مِنْ رَجُلٍ مِنَ الْقَاعِدِينَ يَخُونُ أَحَدًا مِنَ الْمُجَاهِدِينَ فِي أَهْلِهِ إِلَّا قِيلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ: اقْتَصَّ مِنْهُ، فَمَا ظَنُّكُمْ؟
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে মুজাহিদগণের সম্মান ও মর্যাদা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ্ তা'আলা মুজাহিদগণের প্রতি বিশেষ দৃষ্টিকোণ থেকে তাদের মর্যাদা সংরক্ষণ করেছেন। তাদের নারীদের সম্মান হিফাযত যারা জিহাদের গমন করেনি, তাদের মায়েদের সমান স্থির ও নির্ধারণ করেছেন। যদি কেউ খিয়ানত করে, তা হলে পরকালে মুজাহিদগণকে কিসাস নেয়ার পূর্ণ অধিকার ও ক্ষমতা প্রদান করা হবে। সমাজে এ ধরনের খিয়ানত অত্যন্ত জঘন্য অপরাধ। এটা থেকে মুক্ত থাকা অত্যন্ত জরুরী।


বর্ণনাকারী: