মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৪. শপথ করার বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০৮
অর্থহীন কসমের বর্ণনা
হাদীস নং- ৩০৮
হযরত আয়েশা (রাযিঃ) বলেন, পবিত্র কুরআনের আয়াত : لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ (আল্লাহ্ তোমাদেরকে অর্থহীন কসমের জন্য দায়ী করবেন না) এর ব্যাখ্যায় শুনেছি, يمين اللغو বা নিরর্থক কসমের অর্থ মানুষের এ কথা যেমন لا والله وبلى والله অর্থাৎ না, আল্লাহর কসম এবং হ্যাঁ, আল্লাহর কসম।
হযরত আয়েশা (রাযিঃ) বলেন, পবিত্র কুরআনের আয়াত : لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ (আল্লাহ্ তোমাদেরকে অর্থহীন কসমের জন্য দায়ী করবেন না) এর ব্যাখ্যায় শুনেছি, يمين اللغو বা নিরর্থক কসমের অর্থ মানুষের এ কথা যেমন لا والله وبلى والله অর্থাৎ না, আল্লাহর কসম এবং হ্যাঁ, আল্লাহর কসম।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: " {لا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ} [البقرة: 225] هُوَ قَوْلُ الرَّجُلِ: لَا وَاللَّهِ، وَبَلَى وَاللَّهِ "

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩০৯
অর্থহীন কসমের বর্ণনা
হাদীস নং- ৩০৯
হযরত আয়েশা (রাযিঃ) আল্লাহ তাআলার বাণীঃ لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ এর ব্যাখ্যায় বলেন, لغو قسم হলো, মানুষ যদি বলে (না, আল্লাহর শপথ বা হ্যাঁ, আল্লাহর শপথ) অর্থাৎ এরূপ কথা যাতে তার অন্তরে কোন কথার উপর কসম করার ইচ্ছা না করে। (এরূপ কথা যা অভ্যাসের কারণে কোন চিন্তা ছাড়াই মুখ থেকে বের হয়ে থাকে)।
হযরত আয়েশা (রাযিঃ) আল্লাহ তাআলার বাণীঃ لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ এর ব্যাখ্যায় বলেন, لغو قسم হলো, মানুষ যদি বলে (না, আল্লাহর শপথ বা হ্যাঁ, আল্লাহর শপথ) অর্থাৎ এরূপ কথা যাতে তার অন্তরে কোন কথার উপর কসম করার ইচ্ছা না করে। (এরূপ কথা যা অভ্যাসের কারণে কোন চিন্তা ছাড়াই মুখ থেকে বের হয়ে থাকে)।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: " {لا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ} [البقرة: 225] قَالَتْ: هُوَ قَوْلُ الرَّجُلِ: لَا وَاللَّهِ، وَبَلَى وَاللَّهِ، مِمَّا يَصِلُ بِهِ كَلَامَهُ، مِمَّا لَا يَعْقِدُ عَلَيْهِ قَلْبُهُ حَدِيثًا "

তাহকীক:
তাহকীক চলমান