মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৪. শপথ করার বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০৬
পাপের কাজে মান্নত করা এবং এতে যে কাফফারা ওয়াজিব হয় তা পূর্ণ না করার বর্ণনা
হাদীস নং- ৩০৬
হযরত ইমরান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি এ মান্নত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে (অর্থাৎ কোন জায়েয ও নেককাজ করবে), তা হলে তার উচিৎ আনুগত্য করা এবং নেককাজ পূর্ণ করা। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মান্নত করবে, তার উচিৎ আল্লাহর নাফরমানী না করা। ক্রোধের অবস্থায় মান্নত করা হলে তা কার্যকর বা গ্রহণযোগ্য নয়।
হযরত ইমরান (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি এ মান্নত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে (অর্থাৎ কোন জায়েয ও নেককাজ করবে), তা হলে তার উচিৎ আনুগত্য করা এবং নেককাজ পূর্ণ করা। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মান্নত করবে, তার উচিৎ আল্লাহর নাফরমানী না করা। ক্রোধের অবস্থায় মান্নত করা হলে তা কার্যকর বা গ্রহণযোগ্য নয়।
عَنْ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ تَعَالَى فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ، وَلَا نَذْرَ فِي غَضَبٍ»

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩০৭
পাপের কাজে মান্নত করা এবং এতে যে কাফফারা ওয়াজিব হয় তা পূর্ণ না করার বর্ণনা
হাদীস নং- ৩০৭
হযরত ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: আল্লাহ্ তা'আলার নাফরমানীর কাজে মান্নত করা হলে তা পূরণ করতে হবে না এবং এর কাফফারা অঙ্গীকার বা কসমের কাফফারার অনুরূপ।
হযরত ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: আল্লাহ্ তা'আলার নাফরমানীর কাজে মান্নত করা হলে তা পূরণ করতে হবে না এবং এর কাফফারা অঙ্গীকার বা কসমের কাফফারার অনুরূপ।
عَنْ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا نَذْرَ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ»