মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৪. শপথ করার বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০৫
মিথ্যা শপথ করা নিষিদ্ধ
হাদীস নং- ৩০৫
হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নাফরমানীর মধ্যে এমন কিছুই নেই যা বিদ্রোহ ও অবাধ্যতা থেকে অধিক দ্রুত শাস্তির যোগ্য করে দেয় এবং আল্লাহ্ তা'আলার আনুগত্যের যাবতীয় নীতি ও পদ্ধতির মধ্যে এমন কিছু নেই যা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কাজ থেকে অধিক সওয়াব ও পুরস্কার পাওয়া যায়। মিথ্যা অঙ্গীকার শহরসমূহ ধ্বংস করে দেয়। অপর এক রিওয়ায়েতে আছে, কোন বস্তুই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা থেকে দ্রুত সওয়াবের অধিকারী করে না এবং কোন বস্তুই অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে দ্রুত আযাব ও শাস্তির সম্মুখীন করে না। মিথ্যা অঙ্গীকার বা শপথ শহরসমূহ ধ্বংস করে দেয়।
অন্য এক রিওয়ায়েতে আছে, আল্লাহ তা'আলার আনুগত্যের জন্য যে সমস্ত আমল করা হয়, এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা থেকে অধিক দ্রুত সওয়াব ও পূণ্যের আর কোন কিছু নেই এবং আল্লাহ তা'আলার নাফরমানীর মধ্যে বিদ্রোহ ও অবাধ্যতা থেকে দ্রুত শাস্তির সম্মুখীন হওয়ার মত আর কিছু নেই। মিথ্যা শপথ বা অঙ্গীকার শহরসমূহ ধ্বংস করে দেয়।
অপর এক রিওয়ায়েতে আছে, আল্লাহ্ তা'আলার নাফরমানীর মধ্যে বিদ্রোহ ও অবাধ্যতা থেকে দ্রুত শাস্তির কারণ হওয়ার জন্য আর কিছু নেই।
হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নাফরমানীর মধ্যে এমন কিছুই নেই যা বিদ্রোহ ও অবাধ্যতা থেকে অধিক দ্রুত শাস্তির যোগ্য করে দেয় এবং আল্লাহ্ তা'আলার আনুগত্যের যাবতীয় নীতি ও পদ্ধতির মধ্যে এমন কিছু নেই যা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কাজ থেকে অধিক সওয়াব ও পুরস্কার পাওয়া যায়। মিথ্যা অঙ্গীকার শহরসমূহ ধ্বংস করে দেয়। অপর এক রিওয়ায়েতে আছে, কোন বস্তুই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা থেকে দ্রুত সওয়াবের অধিকারী করে না এবং কোন বস্তুই অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে দ্রুত আযাব ও শাস্তির সম্মুখীন করে না। মিথ্যা অঙ্গীকার বা শপথ শহরসমূহ ধ্বংস করে দেয়।
অন্য এক রিওয়ায়েতে আছে, আল্লাহ তা'আলার আনুগত্যের জন্য যে সমস্ত আমল করা হয়, এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা থেকে অধিক দ্রুত সওয়াব ও পূণ্যের আর কোন কিছু নেই এবং আল্লাহ তা'আলার নাফরমানীর মধ্যে বিদ্রোহ ও অবাধ্যতা থেকে দ্রুত শাস্তির সম্মুখীন হওয়ার মত আর কিছু নেই। মিথ্যা শপথ বা অঙ্গীকার শহরসমূহ ধ্বংস করে দেয়।
অপর এক রিওয়ায়েতে আছে, আল্লাহ্ তা'আলার নাফরমানীর মধ্যে বিদ্রোহ ও অবাধ্যতা থেকে দ্রুত শাস্তির কারণ হওয়ার জন্য আর কিছু নেই।
عَنْ نَاصِحِ بْنِ عَبْدِ اللَّهِ وَيُقَالُ: ابْنُ عَجْلَانَ، وَيَحْيَى بْنِ يَعْلَى، وَإِسْحَاقَ السَّلُولِيِّ، وَأَبِي عَبْدِ اللَّهِ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ نُفَيْلٍ الْحَافِظُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِمَّا عُصِيَ اللَّهُ تَعَالَى بِهِ شَيْءٌ هُوَ أَعْجَلَ عِقَابًا مِنَ الْبَغْيِ، وَمَا مِنْ شَيْءٍ أَطْيَعَ لِلَّهِ تَعَالَى بِهِ أَسْرَعُ ثَوَابًا مِنَ الصِّلَةِ، وَالْيَمِينِ الْفَاجِرَةِ تَدَعُ الدِّيَارَ بَلَاقِعَ» ، وَفِي رِوَايَةٍ: «لَيْسَ شَيْءٌ أَعْجَلَ ثَوَابًا مِنْ صِلَةِ الرَّحِمِ، وَلَيْسَ شَيْءٌ أَعْجَلَ عُقُوبَةً مِنَ الْبَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ، وَالْيَمِينِ الْفَاجِرَةِ تَدَعُ الدِّيَارَ بَلَاقِعَ» ، وَفِي رِوَايَةٍ: " مَا مِنْ عَمَلٍ أَطْيَعُ لِلَّهِ تَعَالَى فِيهِ بِأَعْجَلَ ثَوَابًا مِنْ صِلَةِ الرَّحِمِ، وَمَا مِنْ عَمَلٍ عُصِيَ اللَّهُ تَعَالَى فِيهِ بِأَعْجَلَ عُقُوبَةً مِنَ الْبَغْيِ، وَالْيَمِينِ الْفَاجِرَةِ تَدَعُ الدِّيَارَ بَلَاقِعَ.
وَفِي رِوَايَةٍ: مَا مِنْ عُقُوبَةٍ مِمَّا يُعْصَى اللَّهُ تَعَالَى فِيهِ بِأَعْجَلَ مِنَ الْبَغْيِ "
وَفِي رِوَايَةٍ: مَا مِنْ عُقُوبَةٍ مِمَّا يُعْصَى اللَّهُ تَعَالَى فِيهِ بِأَعْجَلَ مِنَ الْبَغْيِ "