মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৮
কোন মহিলাকে তার ফুফু বা খালার সাথে এক সাথে বিবাহ করা নিষেধ
হাদীস নং- ২৬৮

হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: কোন মহিলাকে তার ফুফু বা খালার সাথে (একত্রে) বিবাহ করবে না।
عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُزَوَّجُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَخَالَتِهَا»
হাদীস নং:২৬৯
কোন মহিলাকে তার ফুফু বা খালার সাথে এক সাথে বিবাহ করা নিষেধ
হাদীস নং- ২৬৯

হযরত জাবির ইবন আব্দুল্লাহ ও হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন। কোন মহিলাকে তার ফুফু ও খালার সাথে একত্রে বিবাহ করো না এবং অধিক বয়স্কার সাথে অল্প বয়স্কা ও অল্প বয়স্কার সাথে অধিক বয়স্কাকে বিবাহ করো না।
عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُنْكَحُ الْمُرْأَةُ عَلَى عَمَّتِهَا، وَلَا عَلَى خَالَتِهَا، وَلَا تُنْكَحُ الْكُبْرَى عَلَى الصُّغْرَى»