মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৭
সম্মতি ব্যতীত মহিলাদের বিবাহ বৈধ নয়
হাদীস নং- ২৬৭

হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক মহিলার স্বামী ইনতিকাল করার পর তার দেবর তার জন্য বিবাহের প্রস্তাব প্রেরণ করে। কিন্তু মহিলার পিতা এ বিবাহে সম্মত না হয়ে অপর এক ব্যক্তির সাথে মেয়ের বিবাহ দান করেন। সুতরাং ঐ মহিলা নবী করীম (ﷺ)-এর খেদমত হাযির হয়ে সমস্ত খুলে বলেন। তিনি মহিলার পিতাকে ডেকে পাঠালেন। লোকটি আগমণ করলে তিনি বললেনঃ এ মহিলা কি বলছে? তিনি জওয়াবে বললেন, সে সত্য বলছে। কিন্তু আমি তাকে এরূপ ব্যক্তির সাথে বিবাহ দিয়েছি যে তার দেবর থেকে উত্তম। তখন হুযূর (ﷺ) ঐ (সদ্য বিবাহিত) স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেন এবং ঐ মহিলাকে তার চাচাত ভাই (দেবরের সাথে বিবাহের (যার সাথে বিবাহে তার অভিপ্রায় ছিল) ব্যবস্থা করেন।
অপর এক রেওয়ায়েতে হযরত ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, আসমা নাম্মী এক মহিলাকে বিবাহের জন্য তার চাচাত ভাই (দেবর) এবং অন্য এক ব্যক্তি তার পিতার নিকট প্রস্তাব করেন। পিতা তার দেবরের পরিবর্তে অপর ব্যক্তির সাথে তাকে বিবাহ দিয়ে দেন। তখন ঐ মহিলা নবী করীম (ﷺ)-এর নিকট এসে এ বিষয়ে অভিযোগ করেন। তিনি (সমস্ত কিছু অবগত হয়ে) অপর ব্যক্তির সাথে বিবাহ বিচ্ছেদ করে তাকে তার দেবরের সাথে বিবাহের ব্যবস্থা করেন।
অন্য রেওয়ায়েতে আছে, এক মহিলার স্বামী ইনতিকাল করেন। তখন তার দেবর তার নিকট বিবাহের প্রস্তাব পেশ করে। কিন্তু তার পিতা তার ইচ্ছার বিরুদ্ধে অপর এক ব্যক্তির সাথে তার বিবাহ দেন। অতঃপর মহিলা নবী করীম (ﷺ)-এর নিকট আগমণ করে ঘটনা বর্ণনা করেন। তখন তিনি মহিলার পিতাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি তোমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিয়েছ? সে বলল, আমি তাকে এমন এক ব্যক্তির সাথে বিবাহ দিয়েছি যে তার দেবরের চেয়েও উত্তম। অতঃপর হুযূর (ﷺ) ঐ স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ করে তার দেবরের সাথে তাকে বিবাহ দিয়ে দেন।
অপর এক রেওয়ায়েতে আছে, এক মহিলার স্বামী ইনতিকাল করে। এই স্বামীর একটি ছেলে সন্তান ছিল। তখন মহিলার দেবর তাকে বিবাহের জন্য মহিলার পিতার নিকট প্রস্তাব পেশ করে। মহিলা এ লোকটির সাথে তাকে বিবাহ দেয়ার জন্য তার পিতাকে বললেন। কিন্তু পিতা এতে সম্মত হলেন না, বরং সে মহিলার (কন্যার) ইচ্ছার বিরুদ্ধে অন্য এক ব্যক্তির সাথে তার বিবাহ দেন। তখন ঐ মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর খেদমতে এসে সমস্ত ঘটনা বর্ণনা করেন । তিনি তার পিতাকে এ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। লোকটি বলল, জ্বি হ্যাঁ, আমি তাকে তার দেবরের চেয়ে উত্তম এক ব্যক্তির নিকট বিবাহ দিয়েছি। (সব কিছু অবগত হবে।) হুযুর (ﷺ) এ স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে মহিলার (ইচ্ছা অনুযায়ী) তার দেবরের সাথে বিবাহ সম্পন্ন করে।
عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: " أَنَّ امْرَأَةً تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا، ثُمَّ جَاءَ عَمُّ وَلَدِهَا، فَخَطَبَهَا، فَأَبَى الْأَبُ أَنْ يُزَوِّجَهَا، فَأَتَتِ الْمَرْأَةُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَبَعَثَ إِلَى أَبِيهَا فَحَضَرَ، فَقَالَ: مَا تَقُولُ هَذِهِ؟ قَالَ: صَدَقَتْ، وَلَكِنِّي زَوَّجْتُهَا مِمَّنْ هُوَ خَيْرٌ مِنْهُ، فَفَرَّقَ بَيْنَهُمَا، وَزَوَّجَهَا عَمَّ وَلَدِهَا "، وَفِي رِوَايَةٍ: عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ أَسْمَاءَ خَطَبَهَا عَمُّ وَلَدِهَا وَرَجُلٌ آخَرُ إِلَى أَبِيهَا، فَزَوَّجَهَا مِنَ الرَّجُلِ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَكَتْ ذَلِكَ إِلَيْهِ «فَنَزَعَهَا مِنَ الرَّجُلِ، وَزَوَّجَ عَمَّ وَلَدِهَا» ، وَفِي رِوَايَةٍ: " أَنَّ امْرَأَةً تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا، فَخَطَبَهَا عَمُّ وَلَدِهَا، فَزَوَّجَهَا أَبُوهَا بِغَيْرِ رِضَاهَا مِنْ رَجُلٍ آخَرَ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَدَعَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَزَوَّجْتَهَا بِمَنْ هُوَ خَيْرٌ مِنْهُ؟ قَالَ: زَوَّجْتُهَا بِمَنْ هُوَ خَيْرٌ مِنْهُ، فَفَرَّقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهَا وَبَيْنَ زَوْجِهَا، وَزَوَّجَهَا مِنْ عَمِّ وَلَدٍ لَهَا ".
وَفِي رِوَايَةٍ: " أَنَّ امْرَأَةً تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا، وَلَهَا مِنْهُ وَلَدٌ، فَخَطَبَهَا عَمُّ وَلَدِهَا إِلَى أَبِيهَا، فَقَالَتْ: زَوِّجْنِيهِ، فَأَبَى وَزَوَّجَهَا مِنْ غَيْرِهِ بِغَيْرِ رِضًا مِنْهَا، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ، فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: نَعَمْ، زَوَّجْتُهَا مَنْ هُوَ خَيْرٌ مِنْ عَمِّ وَلَدِهَا، فَفَرَّقَ بَيْنَهُمَا، وَزَوَّجَهَا مِنْ عَمِّ وَلَدِهَا "