মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৬. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৯
রোযার অধ্যায়
ই'তিকাফ করা এবং মান্নত পূর্ণ করা
২১৯। হযরত উমর ইবন খাত্তাব (রাযিঃ) বলেনঃ আমি আইয়ামে জাহেলিয়াতের সময় মসজিদুল হারামে ই'তিকাফের মান্নত করেছিলাম। যখন আমি ইসলাম গ্রহণ করি, তখন আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করি (আমি কি মান্নত পূর্ণ করব)। তিনি বললেনঃ স্বীয় মান্নত পূর্ণ কর।
كتاب الصوم
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: نَذَرْتُ أَنْ أَعْتَكِفَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا أَسْلَمْتُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أوْفِ بِنَذْرِكَ»