মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৬. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৯
ই'তিকাফ করা এবং মান্নত পূর্ণ করা
২১৯। হযরত উমর ইবন খাত্তাব (রাযিঃ) বলেনঃ আমি আইয়ামে জাহেলিয়াতের সময় মসজিদুল হারামে ই'তিকাফের মান্নত করেছিলাম। যখন আমি ইসলাম গ্রহণ করি, তখন আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করি (আমি কি মান্নত পূর্ণ করব)। তিনি বললেনঃ স্বীয় মান্নত পূর্ণ কর।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: نَذَرْتُ أَنْ أَعْتَكِفَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا أَسْلَمْتُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أوْفِ بِنَذْرِكَ»