মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৬. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৮
আইয়্যামে তাশরীকে রোযা রাখা নিষেধ
২১৮। হযরত আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) আইয়ামে তাশরীকের দিন (অর্থাৎ যিলহজ্ব মাসের ১১,১২,ও ১৩ তারিখ) রোযা রাখার ব্যাপারে নিষেধ করেছেন।
একই সনদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) ঐ দিন রোযা রাখা থেকে নিষেধ করেছেন যেদিন রমযান হিসেবে সন্দেহ করা হয় (অর্থাৎ ২৯শে শাবান মেঘ ও ধূলিবালির কারণে চাঁদ না দেখার কারণে যদি সন্দেহ হয় যে, এই রাত কি ১লা রমযানের না শাবানের ৩০ তারিখের ? সুতরাং আগামীকাল যেহেতু সন্দেহের দিন, তাই রোযা রাখা নিষেধ)।
عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ قَزْعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ» وَبِهِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَنَّهُ مِنْ رَمَضَانَ»