মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৬. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৬
শিংগা লাগানোর কারণে রোযা ভংগের বিধান রহিত
২০৬। হযরত ইবনে আব্বাস (রাহঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) "ক্বাহা" নামক স্থানে শিংগা লাগান, তখন তিনি রোযা অবস্থায় ছিলেন। অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) রোযা অবস্থায় “ক্বাহা”নামক স্থানে শিংগা লাগিয়েছেন।
অন্য রিওয়ায়েতে আছে, নবী করীম (ﷺ) একবার শিংগা লাগান এবং শিংগা লাগানোকারীকে তার পারিশ্রমিক প্রদান করেন। যদি এই পারিশ্রমিক হারাম হতো তাহলে তিনি তাকে এটা প্রদান করতেন না।
অন্য রিওয়ায়েতে আছে, নবী করীম (ﷺ) একবার শিংগা লাগান এবং শিংগা লাগানোকারীকে তার পারিশ্রমিক প্রদান করেন। যদি এই পারিশ্রমিক হারাম হতো তাহলে তিনি তাকে এটা প্রদান করতেন না।
عَنْ أَبِي السَّوَّارِ وَيُقَالُ أَبُو السَّوْدَاءِ وَهُوَ السَّلْمِيُّ، عَنْ أَبِي حَاجِبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ بِالْقَاحَةِ، وَهُوَ صَائِمٌ» ، وَفِي رِوَايَةٍ، قَالَ: «احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقَاحَةِ، وَهُوَ مُحْرِمٌ صَائِمٌ» .
وَفِي رِوَايَةٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ، وَلَوْ كَانَ خَبِيثًا مَا أَعْطَاهُ»
وَفِي رِوَايَةٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ، وَلَوْ كَانَ خَبِيثًا مَا أَعْطَاهُ»
হাদীস নং:২০৭
শিংগা লাগানোর কারণে রোযা ভংগের বিধান রহিত
২০৭। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, যে শিংগা লাগায় এবং যাকে শিংগা লাগানো হয়, উভয়ের রোযা ভঙ্গ হয়ে যাবে। এ কথা বলার পর নবী করীম (ﷺ) শিংগা লাগালেন।
عَنْ أَبِي سُفْيَانَ: عن انس (رض) قال احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعْدَ مَا قَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
হাদীস নং:২০৮
শিংগা লাগানোর কারণে রোযা ভংগের বিধান রহিত
২০৮। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ইমাম আবু হানীফা (রাযিঃ) বলেছেন : আমাকে ইবনে শিহাব খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন। এই বর্ণনায় হযরত আনাস (রাযিঃ)-এর কথা উল্লেখ করা হয়নি।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ইমাম আবু হানীফা (রাযিঃ) বলেছেন : আমাকে ইবনে শিহাব খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন। এই বর্ণনায় হযরত আনাস (রাযিঃ)-এর কথা উল্লেখ করা হয়নি।
عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ» .
وَفِي رِوَايَةٍ، قَالَ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ» .
وَلَمْ يَذْكُرْ أَنَسًا
وَفِي رِوَايَةٍ، قَالَ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ» .
وَلَمْ يَذْكُرْ أَنَسًا