মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭২
তাহাজ্জুদ নামাযের বর্ণনা
১৭২। হযরত মুগীরা (রাযিঃ) বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামায আদায় করতেন। ফলে তাঁর পবিত্র পা দু'খানা ফুলে যেত। সাহাবায়ে কিরাম (রাযিঃ) আরয করলেন, আল্লাহ্ কি আপনার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেননি (তবু কেন এত কষ্ট করছেন)? তখন হুযুর (ﷺ) বলেন: আমি কি (এরজন্য) আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?
عَنْ زِيَادٍ، عَنِ الْمُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ عَامَّةَ اللَّيْلِ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ، فَقَالَ لَهُ أَصْحَابُهُ: أَلَيْسَ قَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا
হাদীস নং:১৭৩
তাহাজ্জুদ নামাযের বর্ণনা
১৭৩। হযরত আবু জাফর (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ)-এর রাতের নামায ছিল তের রাকাআত। এর মধ্যে তিন রাকাআত বিতর এবং দু'রাকাআত ফজরের সুন্নত ছিল।
عَنْ أَبِي جَعْفَرٍ «أَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ كَانَتْ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهُنَّ ثَلَاثُ رَكَعَاتِ الْوِتْرِ، وَرَكْعَتَيِ الْفَجْرِ»

তাহকীক:
তাহকীক চলমান
