মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭০
নামায অধ্যায়
চাশতের নামায
১৭০। হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) মক্কা বিজয়ের দিন স্বীয় যুদ্ধের পোশাক খোলেন এবং পানি চেয়ে এরদ্বারা গোসল করেন। অতঃপর একটি কাপড় চেয়ে (তা পরিধান করেন এবং) এরদ্বারা নামায পড়েন।
অন্য এক রিওয়ায়েতে متوشحا শব্দ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ متوشح অবস্থায় নামায পড়েছেন। متوشح অর্থ হলো একটি কাপড় দু'বগল থেকে বের করে পিছনের উপর গিরা দিয়ে বেঁধে দেওয়া।
অপর এক রিওয়ায়েতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) মক্কা বিজয়ের দিন স্বীয় যুদ্ধের পোশাক খোলেন এবং পানি দিতে বলেন। তখন কাঠের একটি পাত্রে পানি দেওয়া হয় যার মধ্যে খামির করা আটা লেগে ছিল। তিনি একটি কাপড় দিয়ে পর্দা করে গোসল করেন। এরপর কাপড় দিতে বলেন। এরদ্বারা তিনি توشح করেন। অতঃপর দু'রাকাআত নামায আদায় করেন। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেনঃ এটা ছিল চাশতের নামায।
অন্য এক রিওয়ায়েতে আছে, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) যুদ্ধের পোশাক খোলেন এবং পানি দিতে বলেন। তখন একটি বিরাট পেয়ালার মধ্যে পানি আনা হলো যার মধ্যে আটা খামির করার দাগ লেগেছিল। তখন ঐ পানি দ্বারা তিনি গোসল করেন। অতঃপর তিনি এক কাপড় দিয়ে متوشح অবস্থায় চার অথবা দু'রাকাআত নামায করেন।
كتاب الصلاة
عَنِ الْحَرْثِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتَحَ مَكَّةَ وَضَعَ لَأْمَتَهُ، وَدَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهَا، ثُمَّ دَعَا بِثَوْبٍ وَاحِدٍ فَصَلَّى فِيهِ» ، زَادَ فِي رِوَايَةٍ: «مُتَوَشِّحًا» .
وَفِي رِوَايَةٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " وَضَعَ لَأْمَتَهُ يَوْمَ فَتْحِ مَكَّةَ، ثُمَّ دَعَا بِمَاءٍ، قَالَ: فَأَتَى بِهِ فِي جَفْنَةٍ فِيهَا خُبْزُ الْعَجِينِ، فَاسْتَتَرَ بِثَوْبٍ فَاغْتَسَلَ، ثُمَّ دَعَا بِثَوْبٍ فَتَوَشَّحَ بِهِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ ".
قَالَ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَهِيَ الضُّحَى.
وَفِي رِوَايَةٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَضَعَ يَوْمَ فَتْحِ مَكَّةَ لَأْمَتَهُ، وَدَعَا بِمَاءٍ، فَأَتَى فِي جَفْنَةٍ فِيهَا أَثَرُ عَجِينٍ فَاغْتَسَلَ، وَصَلَّى أَرْبَعًا، أَوْ رَكْعَتَيْنِ فِي ثَوْبٍ وَاحِدٍ، مُتَوَشِّحًا "