মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২২
ইমামের সংক্ষিপ্তভাবে নামায আদায় করা
১২২। হযরত ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবন
মাসউদ (রাযিঃ), হযরত হুযায়ফা (রাযিঃ), হযরত আবু মুসা (রাযিঃ) সহ বেশ কয়েকজন সাহাবায়ে কিরাম (রাযিঃ) কোন এক বাড়িতে একত্রিত হলেন। এ সময় নামাযের জন্য ইকামত বলা হলো। সবই বাড়ির মালিককে বললেন, জনাব! আপনি (ইমামতির জন্য) সামনে অগ্রসর হোন। কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-কে বলেন, হে আবু আব্দুর রহমান। আপনি (ইমাম হওয়ার জন্য) সামনে অগ্রসর হোন। অবশেষে তিনি সামনে অগ্রসর হলেন এবং সংক্ষিপ্তভাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে রুকু-সিজদার সাথে নামায আদায় করেন। যখন তিনি নামায শেষ করেন, তখন সাথীগণ বললেন, আবু আব্দুর রহমান রাসুলুল্লাহ (ﷺ)-এর নামায উত্তমরূপে স্মরণ রেখেছেন। (অর্থাৎ কিরাআত সংক্ষিপ্ত কিন্তু রুকু ও সিজ পূর্ণাঙ্গ)।
মাসউদ (রাযিঃ), হযরত হুযায়ফা (রাযিঃ), হযরত আবু মুসা (রাযিঃ) সহ বেশ কয়েকজন সাহাবায়ে কিরাম (রাযিঃ) কোন এক বাড়িতে একত্রিত হলেন। এ সময় নামাযের জন্য ইকামত বলা হলো। সবই বাড়ির মালিককে বললেন, জনাব! আপনি (ইমামতির জন্য) সামনে অগ্রসর হোন। কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-কে বলেন, হে আবু আব্দুর রহমান। আপনি (ইমাম হওয়ার জন্য) সামনে অগ্রসর হোন। অবশেষে তিনি সামনে অগ্রসর হলেন এবং সংক্ষিপ্তভাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে রুকু-সিজদার সাথে নামায আদায় করেন। যখন তিনি নামায শেষ করেন, তখন সাথীগণ বললেন, আবু আব্দুর রহমান রাসুলুল্লাহ (ﷺ)-এর নামায উত্তমরূপে স্মরণ রেখেছেন। (অর্থাৎ কিরাআত সংক্ষিপ্ত কিন্তু রুকু ও সিজ পূর্ণাঙ্গ)।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، وَحُذَيْفَةُ، وَأَبُو مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُمْ، وَغَيْرُهُمْ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْتَمَعُوا فِي مَنْزِلٍ، فَجَعَلُوا يَقُولُونَ: تَقَدَّمْ يَا فُلَانُ، فَأَبَى، فَقَالَ: تَقَدَّمْ أَنْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، فَتَقَدَّمَ " فَصَلَّى بِهِمْ صَلَاةً خَفِيفَةً وَجِيزَةً، أَتَمَّ الرُّكُوعَ وَالسُّجُودَ.
فَلَمَّا انْصَرَفَ، قَالَ الْقَوْمُ: لَقَدْ حَفِظَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَلَمَّا انْصَرَفَ، قَالَ الْقَوْمُ: لَقَدْ حَفِظَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ