মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৫
ওয়াক্ত অনুযায়ী নামায পড়া
৮৫। হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, কোন আমল সর্বোত্তম- এ সম্পর্কে হুযুর (ﷺ)-এর নিকট প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন ঃ ওয়াক্ত অনুযায়ী নামায পড়া (সর্বোত্তম আমল)।
عَنْ طَلْحَةَ بْنِ نَافِعٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ فِي مَوَاقِيتِهَا»