মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ৮৫
ওয়াক্ত অনুযায়ী নামায পড়া
৮৫। হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, কোন আমল সর্বোত্তম- এ সম্পর্কে হুযুর (ﷺ)-এর নিকট প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন ঃ ওয়াক্ত অনুযায়ী নামায পড়া (সর্বোত্তম আমল)।
عَنْ طَلْحَةَ بْنِ نَافِعٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ فِي مَوَاقِيتِهَا»

হাদীসের ব্যাখ্যা:

বুখারী শরীফে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে মরফূ' হাদীস এভাবে বর্ণিত আছে : اي الاعمال احب اليه قال الصلاة على وقتها অর্থাৎ কেউ হুযুর (সা)-এর নিকট প্রশ্ন করে যে, কোন আমল আল্লাহর নিকট পছন্দনীয় ? তখন তিনি বলেন : সঠিক সময়ে নামায আদায় করা। এরপর জিজ্ঞাসা করা হয়, অতঃপর কোন আমল আল্লাহর নিকট পছন্দনীয় ? তখন তিনি বলেন: পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপর কোন আমল এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন হুযূর (সা) বলেনঃ আল্লাহর পথে জিহাদ করা। এই হাদীসে নামাযের ওয়াক্তের প্রতি নিয়মানুবর্তিতার জন্য গুরুত্ব প্রদান করা হয়েছে এবং এতে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সর্বোত্তম আমল হলো সঠিক সময়ে নামায আদায় করা।