মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৩. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৯
চামড়া পাকা করার দ্বারা পবিত্র হয়ে যায়
৭৯। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন : যে চামড়া পাকা করা হয়, তা পবিত্র হয়ে যায়।
عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ»
হাদীস নং:৮০
চামড়া পাকা করার দ্বারা পবিত্র হয়ে যায়
৮০। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম হযরত সাওদা (রাযিঃ)-এর মৃত বকরীর নিকট দিয়ে পথ অতিক্রম করছিলেন। তখন তিনি বললেনঃ এর মালিকদের কি হয়েছে? যদি তারা এর চামড়া দ্বারা ফায়দা লাভ করত। সুতরাং তারা এই মৃত বকরীর চামড়াটি খুলে নিয়ে যায় এবং এ রদ্বারা ঘরে ব্যবহারের জন্য একটি মশক তৈরী করে। এ মশক দীর্ঘ দিন ব্যবহার করার ফলে বহু পুরাতন হয়ে যায়।
عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِشَاةٍ مَيِّتَةٍ لِسَوْدَةَ، فَقَالَ: «مَا عَلَى أَهْلِهَا لَوِ انْتَفَعُوا بِإِهَابِهَا، فَسَلَخُوا جِلْدَ الشَّاةِ، فَجَعَلُوهُ سِقَاءً حَتَّى صَارَتْ شَنًّا»