মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৩. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৭
কাপড় থেকে বীর্য খুঁটে ফেলা
৭৭। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে বীর্য খুঁটে পরিষ্কার করে দিয়েছি।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَرْثِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
হাদীস নং:৭৮
কাপড় থেকে বীর্য খুঁটে ফেলা
৭৮। হযরত হাম্মাদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, কোন এক ব্যক্তি উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিঃ)-এর বাড়িতে মেহমান হলেন। তার জন্য তিনি একটি লেপ পাঠালেন। রাতে সে এটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। ঐ সময় তার স্বপ্নদোষ হয়ে যায়। সে সম্পূর্ণ লেপটি ধুয়ে দেয়। হযরত আয়েশা (রাযিঃ) এ বিষয়টি জানার পর বললেনঃ পূরা লেপটি কেন ধৌত করলে? এটা খুঁটে ফেললেই তো যথেষ্ট হতো। আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-এর কাপড় থেকে বীর্য খুঁটে পরিষ্কার করে দিয়েছি অতঃপর এ কাপড়ে তিনি নামায আদায় করেছেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، أَنَّ رَجُلًا أَضَافَتْهُ عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ بِمِلْحَفَةٍ، فَالْتَحَفَ بِهَا اللَّيْلَ فَأَصَابَتْهُ جَنَابَةٌ، فَغَسَلَ الْمِلْحَفَةَ كُلَّهَا، فَقَالَتْ: مَا أَرَادَ بِغَسْلِ الْمِلْحَفَةِ، إِنَّمَا كَانَ يُجْزِيهِ أَنْ يَفْرُكَهُ «لَقَدْ كُنْتُ أَفْرُكُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يُصَلِّي مَعَهُ»