আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৫৭৮
আন্তর্জাতিক নং: ৪৯৩৮
সূরা তাকবীর
انْكَدَرَتْ অর্থ বিক্ষিপ্ত হয়ে পড়বে।
হাসান (রাহঃ) বলেন, سُجِّرَتْ অর্থ পানি নিঃশেষ হয়ে যাবে, এক বিন্দু পানিও অবশিষ্ট থাকবে না।
মুহাজিদ (রাহঃ) বলেন, الْمَسْجُوْرُ অর্থ কানায় কানায় পরিপূর্ণ।
মুজাহিদ ব্যতীত অন্যান্য মুফাসসির বলেছেন, سُجِرَتْ অর্থ একটি সমুদ্র আরেকটির সাথে মিলিত হয়ে এক সমুদ্রে পরিণত হবে। وَالْخُنَّسُ অর্থ নিজের গতিপথে পশ্চাদপসরণকারী। تَكْنِسُ মানে সূর্যের আলোতে অদৃশ্য হয়ে যায়, যেমন হরিণ গা ঢাকা দেয়। تَنَفَّسَ অর্থ যখন দিনের আলো উদ্ভাসিত হয়। الظَّنِيْنُ অর্থ অপবাদ দানকারী। الضَّنِيْنُ অর্থ বখিল, কৃপণ।
উমর (রাযিঃ) বলেছেন, وَإِذَا النُّفُوْسُ زُوِّجَتْ অর্থ প্রত্যেককে তার অনুরূপ চরিত্রের লোকের সাথে বেহেশত ও দোযখে জুড়ে দেয়া হবে। পরে এ কথার সমর্থনে তিনি احْشُرُواالَّذِيْنَ ظَلَمُوْا وَأَزْوَاجَهُمْ عَسْعَسَ (একত্র কর যালিম ও তাদের সহচরগণকে) ( সূরা সাফফাত-এর ২২ নং) আয়াতংশটি পাঠ করলেন। عَسْعَسَ অর্থ অবসান হয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে।
সূরা ইনফিতার
রাবী ইবনে খুশাইম (রাহঃ) বলেন, فُجِّرَتْ অর্থ-প্রবাহিত হবে।
আ‘মাশ এবং আসিম (রাহঃ) فَعَدَلَكَ তাখফীফ-এর সাথে পড়তেন এবং হিজাযের অধিবাসী فَعَدَّلَكَ তাশদীদ-এর সাথে পড়তেন। অর্থ তিনি তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ বানিয়েছেন। যারা فَعَدَلَكَ তাখফীফ-এর সাথে পড়তেন, তারা বলেন, এর অর্থ হল, তিনি তোমাকে সুন্দর বা কুৎসিত, লম্বা বা বেঁটে যে আকৃতিতে ইচ্ছা সৃষ্টি করেছেন।
সূরা মুতাফফিফীন
মুজাহিদ (রাহঃ) বলেন, بَلْ رَانَ অর্থ গুনাহের জং অবশিষ্ট থাকা। ثُوِّبَ অর্থ প্রতিদান দেয়া হল।
মুজাহিদ ব্যতীত অপরাপর মুফাসসির বলেছেন, الْمُطَفِّفُ অর্থ ঐ ব্যক্তি যে অন্যকে মাপে পুরা দেয় না।
পরিচ্ছেদঃ আল্লাহর বাণীঃ يوم يقوم الناس لرب العالمين "যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সামনে।
انْكَدَرَتْ অর্থ বিক্ষিপ্ত হয়ে পড়বে।
হাসান (রাহঃ) বলেন, سُجِّرَتْ অর্থ পানি নিঃশেষ হয়ে যাবে, এক বিন্দু পানিও অবশিষ্ট থাকবে না।
মুহাজিদ (রাহঃ) বলেন, الْمَسْجُوْرُ অর্থ কানায় কানায় পরিপূর্ণ।
মুজাহিদ ব্যতীত অন্যান্য মুফাসসির বলেছেন, سُجِرَتْ অর্থ একটি সমুদ্র আরেকটির সাথে মিলিত হয়ে এক সমুদ্রে পরিণত হবে। وَالْخُنَّسُ অর্থ নিজের গতিপথে পশ্চাদপসরণকারী। تَكْنِسُ মানে সূর্যের আলোতে অদৃশ্য হয়ে যায়, যেমন হরিণ গা ঢাকা দেয়। تَنَفَّسَ অর্থ যখন দিনের আলো উদ্ভাসিত হয়। الظَّنِيْنُ অর্থ অপবাদ দানকারী। الضَّنِيْنُ অর্থ বখিল, কৃপণ।
উমর (রাযিঃ) বলেছেন, وَإِذَا النُّفُوْسُ زُوِّجَتْ অর্থ প্রত্যেককে তার অনুরূপ চরিত্রের লোকের সাথে বেহেশত ও দোযখে জুড়ে দেয়া হবে। পরে এ কথার সমর্থনে তিনি احْشُرُواالَّذِيْنَ ظَلَمُوْا وَأَزْوَاجَهُمْ عَسْعَسَ (একত্র কর যালিম ও তাদের সহচরগণকে) ( সূরা সাফফাত-এর ২২ নং) আয়াতংশটি পাঠ করলেন। عَسْعَسَ অর্থ অবসান হয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে।
সূরা ইনফিতার
রাবী ইবনে খুশাইম (রাহঃ) বলেন, فُجِّرَتْ অর্থ-প্রবাহিত হবে।
আ‘মাশ এবং আসিম (রাহঃ) فَعَدَلَكَ তাখফীফ-এর সাথে পড়তেন এবং হিজাযের অধিবাসী فَعَدَّلَكَ তাশদীদ-এর সাথে পড়তেন। অর্থ তিনি তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ বানিয়েছেন। যারা فَعَدَلَكَ তাখফীফ-এর সাথে পড়তেন, তারা বলেন, এর অর্থ হল, তিনি তোমাকে সুন্দর বা কুৎসিত, লম্বা বা বেঁটে যে আকৃতিতে ইচ্ছা সৃষ্টি করেছেন।
সূরা মুতাফফিফীন
মুজাহিদ (রাহঃ) বলেন, بَلْ رَانَ অর্থ গুনাহের জং অবশিষ্ট থাকা। ثُوِّبَ অর্থ প্রতিদান দেয়া হল।
মুজাহিদ ব্যতীত অপরাপর মুফাসসির বলেছেন, الْمُطَفِّفُ অর্থ ঐ ব্যক্তি যে অন্যকে মাপে পুরা দেয় না।
পরিচ্ছেদঃ আল্লাহর বাণীঃ يوم يقوم الناس لرب العالمين "যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সামনে।
৪৫৭৮। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ “যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সামনে” (৮৩ঃ ৬) এর ব্যাখ্যায় বলেছেন, সেদিন প্রত্যেকের কর্ণলতিকা পর্যন্ত ঘামে ডুবে যাবে।
سورة إذا الشمس كورت {انكدرت} [التكوير: 2]: «انتثرت» وقال الحسن: {سجرت} [التكوير: 6]: «ذهب ماؤها فلا يبقى قطرة» وقال مجاهد: {المسجور} [الطور: 6]: «المملوء» وقال [ص:167] غيره: {سجرت} [التكوير: 6]: " أفضى بعضها إلى بعض، فصارت بحرا واحدا، والخنس: تخنس في مجراها، ترجع، وتكنس: تستتر كما تكنس الظباء "، {تنفس} [التكوير: 18]: «ارتفع النهار، والظنين المتهم، والضنين يضن به» وقال عمر: {النفوس زوجت} [التكوير: 7]: " يزوج نظيره من أهل الجنة والنار، ثم قرأ: {احشروا الذين ظلموا وأزواجهم} [الصافات: 22]، {عسعس} [التكوير: 17]: أدبر "
سورة إذا السماء انفطرت وقال الربيع بن خثيم: {فجرت} [الانفطار: 3]: «فاضت» وقرأ الأعمش، وعاصم: {فعدلك} [الانفطار: 7]: «بالتخفيف»، «وقرأه أهل الحجاز بالتشديد» وأراد: معتدل الخلق، ومن خفف يعني {في أي صورة} [الانفطار: 8]: شاء، إما حسن، وإما قبيح، أو طويل، أو قصير "
سورة ويل للمطففين
وقال مجاهد: {بل ران} [المطففين: 14]: «ثبت الخطايا»، {ثوب} [المطففين: 36]: «جوزي» وقال غيره: «المطفف لا يوفي غيره»
باب {يوم يقوم الناس لرب العالمين} [المطففين: 6]
سورة إذا السماء انفطرت وقال الربيع بن خثيم: {فجرت} [الانفطار: 3]: «فاضت» وقرأ الأعمش، وعاصم: {فعدلك} [الانفطار: 7]: «بالتخفيف»، «وقرأه أهل الحجاز بالتشديد» وأراد: معتدل الخلق، ومن خفف يعني {في أي صورة} [الانفطار: 8]: شاء، إما حسن، وإما قبيح، أو طويل، أو قصير "
سورة ويل للمطففين
وقال مجاهد: {بل ران} [المطففين: 14]: «ثبت الخطايا»، {ثوب} [المطففين: 36]: «جوزي» وقال غيره: «المطفف لا يوفي غيره»
باب {يوم يقوم الناس لرب العالمين} [المطففين: 6]
4938 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ العَالَمِينَ} [المطففين: 6] «حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ»