আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
২৪- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৮৬৭
আন্তর্জাতিক নং: ১৯৯০
১২৪৮. ঈদুল ফিতরের দিনে রোযা পালন করা।
১৮৬৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ইবনে আযহারের আযাদকৃত গোলাম আবু উবাইদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার ঈদে উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) এর সঙ্গে ছিলাম, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দুই দিনে রোযা পালন করতে নিষেধ করেছেন। (ঈদুল ফিতরের দিন) যে দিন তোমরা তোমাদের রোযা ছেড়ে দাও। আরেক দিন, যেদিন তোমরা তোমাদের কুরবানীর গোশত খাও।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, ইবনে উয়াইনা (রাহঃ) বলেন, যিনি ইবনে আযহারের মাওলা বলে উল্লেখ করেছেন, তিনি ঠিক বর্ণনা করেছেন; আর যিনি আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) এর মাওলা বলেছেন, তিনিও ঠিক বর্ণনা করেছেন।
আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, ইবনে উয়াইনা (রাহঃ) বলেন, যিনি ইবনে আযহারের মাওলা বলে উল্লেখ করেছেন, তিনি ঠিক বর্ণনা করেছেন; আর যিনি আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) এর মাওলা বলেছেন, তিনিও ঠিক বর্ণনা করেছেন।
باب صَوْمِ يَوْمِ الْفِطْرِ
1990 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ، قَالَ: شَهِدْتُ العِيدَ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: " هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَاليَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " قَالَ ابْنُ عُيَيْنَةَ: مَنْ قَالَ: مَوْلَى ابْنِ أَزْهَرَ، فَقَدْ أَصَابَ، وَمَنْ قَالَ: مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَدْ أَصَابَ "

তাহকীক:
হাদীস নং: ১৮৬৮
আন্তর্জাতিক নং: ১৯৯১ - ১৯৯২
১২৪৮. ঈদুল ফিতরের দিনে রোযা পালন করা।
১৮৬৮। মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিন এবং কুরবানীর ঈদের দিন রোযা পালন করা থেকে, ‘সাম্মা’* ধরনের কাপড় পরিধান করতে, এক কাপড় পরিধানরত অবস্থায় দুই হাঁটু তুলে নিতম্বের উপর বসতে (কেননা এতে সতর প্রকাশ পাওয়ার আশঙ্কা রয়েছে) এবং ফজর ও আসরের পরে নামায আদায় করতে নিষেধ করেছেন।
*সাম্মা : এক কাপড় এমনভাবে জড়িয়ে পরিধান করা, যাতে দু'হাত আটকে যায় এবং হাত বের করতে গেলে সতর প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকে ।
*সাম্মা : এক কাপড় এমনভাবে জড়িয়ে পরিধান করা, যাতে দু'হাত আটকে যায় এবং হাত বের করতে গেলে সতর প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকে ।
باب صَوْمِ يَوْمِ الْفِطْرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ يَوْمِ الْفِطْرِ وَالنَّحْرِ، وَعَنِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ. وَعَنْ صَلاَةٍ، بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ.

তাহকীক:

বর্ণনাকারী: