আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২৪- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৬৫
আন্তর্জাতিক নং: ১৯৮৮
১২৪৭. আরাফাতের দিনে রোযা পালন করা।
১৮৬৫। মুসাদ্দাদ (রাহঃ) ও আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... উম্মুল ফযল বিনতে হারিস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, কিছুসংখ্যক লোক আরাফাতের দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর রোযা পালন সম্পর্কে তাঁর কাছে সন্দেহ প্রকাশ করে। তাদের কেউ বলল, তিনি রোযা পালন করেছেন। আর কেউ বলল, না, তিনি করেন নাই। এতে উম্মুল ফযল (রাযিঃ) এক পেয়ালা দুধ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাঠিয়ে দিলেন এবং তিনি তা পান করে নিলেন। এ সময় তিনি উটের পিঠে (আরাফাতে) উকুফ অবস্থায় ছিলেন।
باب صَوْمِ يَوْمِ عَرَفَةَ
1988 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي سَالِمٌ، قَالَ: حَدَّثَنِي عُمَيْرٌ، مَوْلَى أُمِّ الفَضْلِ، أَنَّ أُمَّ الفَضْلِ، حَدَّثَتْهُ ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ العَبَّاسِ، عَنْ أُمِّ الفَضْلِ بِنْتِ الحَارِثِ، أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائِمٍ، «فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ، فَشَرِبَهُ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৮৬৬
আন্তর্জাতিক নং: ১৯৮৯
১২৪৭. আরাফাতের দিনে রোযা পালন করা।
১৮৬৬। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, কিছু সংখ্যক লোক আরাফাতের দিনে রাসূলুল্লাহ (ﷺ) এর রোযা পালন সম্পর্কে সন্দেহ প্রকাশ করলে তিনি স্বল্প পরিমাণ দুধ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাঠিয়ে দিলে তিনি তা পান করলেন ও লোকেরা তা প্রত্যক্ষ করছিল। তখন তিনি (আরাফাতে) অবস্থানস্থলে উকুফ করছিলেন।**

** নবী সহধর্মিণী মায়মূনা (রা) ও আব্দুল্লাহ ইবন আব্বাস (রা)-এর মাতা উম্মুল ফযল (রা) উভয়ে সহোদরা বোন, উভয়ে পরামর্শ করে দুধ প্রেরণ করেছিলেন অথবা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে প্রেরণ করেছিলেন ।
باب صَوْمِ يَوْمِ عَرَفَةَ
1989 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، - أَوْ قُرِئَ عَلَيْهِ - قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ «فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلاَبٍ وَهُوَ وَاقِفٌ فِي المَوْقِفِ فَشَرِبَ مِنْهُ» وَالنَّاسُ يَنْظُرُونَ