প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৫৩তম পর্ব) – সালাতুত-তাওবা
আমরা কেউই গুনাহ করার অবকাশমুক্ত নয়! আমরা যারা সাধারণ মানুষ, তাদের সবারই শত অনিচ্ছা সত্ত্বেও গুনাহ হয়ে যায়! কিন্তু তাওবা করা হয়ে ওঠে না আমাদের অনেকেরই!
كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ
সমস্ত আদমসন্তানই ভুল করে থাকে, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো যারা তাওবা করে ফেলে! (তিরমিযী)।
তাওবাকারীদের মধ্যে স্তরভেদ আছে। সত্যি সত্যি তাওবাকারী আর নামকাওয়াস্তে তাওবাকারী। প্রথম দলের তাওবার কারণে তাদের গুনাহ-খাতা ধুয়েমুছে সাফ-সুতরো হয়ে যায়! তারা একটা গুনাহ করার সাথে সাথেই তাওবা করে ফেলে। আবার কেউ কেউ আগে বেড়ে চমৎকার একটা সুন্নাতও আদায় করে। আমীরুল মুমিনীন আবু বকর রা. বলেছেন:
-আমি নবীজিকে বলতে শুনেছি:
কোনও ব্যক্তি যদি গুনাহ করে ফেলে, তারপর (অনুশোচনাদগ্ধ হয়ে) ভালভাবে ওজু করে দুই রাকাত ‘সালাত’ আদায় করে, তারপর ‘ইস্তেগফার’ করে, আল্লাহ তাকে মাফ করে দেন! (তিরমিযী)।
ইস্তেগফার অর্থ: মাফ চাওয়া। ক্ষমা প্রার্থনা করা। নিজের ভাষায়, গুনাহের কথা বলে আল্লাহর কাছে মাফ চাওয়াকেই ‘ইস্তেগফার’ বলা হয়। এছাড়া নবীজি পড়তেন এমন কিছু আবরী দু‘আও আছে। সেগুলোও পড়া যেতে পারে।
নবীজি হাদীসটা বলার পর নবীজি সা. আয়াতটাও তিলাওয়াত করেছিলেন:
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ
এরা কোনও অশ্লীল কাজ করে ফেললে বা নিজের প্রতি যুলুম করে ফেললে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ও তাদের কৃত পাপের জন্যে ক্ষমা চায় (আলে ইমরান:১৩৫)।
একবার পড়েই দেখতে পারি! দুই রাকাতই তো! গুনাহ মাফের এত সহজ রাস্তা আর হতে পারে? আজকেই হয়ে যাক না একদফা! সম্ভব হলে প্রতিদিন?
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...
যিলহজ্জ মাসের প্রথম দশকের ফজিলত ও আমল
জিলহজ্জের প্রথম দশদিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা বছরের অন্যসব দিনের উপর এ দিনগুলোকে মর্যাদা দি...
ইস্তিগফারের অফুরন্ত ফযীলত
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন