প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৩৪তম পর্ব) – আত্মীয়তার বন্ধনযুক্তকরণ
আত্মীয়-স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ করা। তাদের খোঁজখবর রাখা। আসা যাওয়া করা। বিপদে আপদে পাশে দাঁড়ানো। শুধু এটুকুই আত্মীয়তার বন্ধন রক্ষার সুন্নাতের সীমা?
যারা আমার প্রতি দুর্ব্যবহার করেছে, নিজ থেকে সম্পর্ক ছিন্ন করেছে,আগে বেড়ে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখাও সুন্নাতের আওতায় পড়বে।
নবীজি সা. বলেছেন: কোনও প্রতিদান ছাড়া দানকারী প্রকৃত আত্মীয়তার বন্ধনরক্ষাকারী নয়, প্রকৃত বন্ধন রক্ষাকারী হলো: অন্যে সম্পর্ক ছিন্ন করলে, সে আগে বেড়ে সম্পর্ক যুক্ত রাখে! (বুখারী)
ইয়া রাসূলাল্লাহ! আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে চাইলেও তারা সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয়! আমি তাদের প্রতি সদ্ব্যবহার করলেও তারা দুর্ব্যবহার করে, আমি তাদের প্রতি সহনশীল আচরণ করলেও, তারা রুক্ষè আচরণ করে।
তুমি যেমনটা বললে, বাস্তবেই যদি তেমন হয়, তাহলে তারা বেশ (মানসিক) কষ্টেই আছে। তবে তুমি যতদিন এই আমলের ওপর থাকবে, আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার সাথে লেগে থাকবে! (মুসলিম)
এমন ফযীলত লাভের জন্যে আমরা খুঁজে খুঁজে সম্পর্ক টুটে যাওয়া আত্মীয়দের বের করতে পারি। আমল করতে পারি নবীজির সুন্নাতের ওপর। আখেরে লাভ কিন্তু আমারই! ছোট্ট একটা সুন্নতই আমাকে আখেরাতে বাঁচিয়ে দিতে পারে!
আমাদের শি‘আর (স্লোগান): (إنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا): যদি তার অনুসরণ করো, হেদায়াত পেয়ে যাবে (নূর: ৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সুন্নাতে খাতনা : করণীয়-বর্জনীয়
একটি হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় ইসলামের স্বভাবজাত বৈ...
তাহাজ্জুদ : আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আমল
অন্য সময়ের ইবাদতে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করি, আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাক...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
সীরাতুন্নবী-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] দু'টি শব্দের সমন্বয়ে সীরাতুন্নবী শব্দটি গঠিত। একটি হল 'সীরাত' অপরটি 'আন...

মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন