নির্বাচিত হাদীস
পুরুষদের জন্য স্বর্ণ ও রেশমের কাপড় হারাম -এর বিষয়সমূহ
২ টি হাদীস
সুনানে নাসায়ী
হাদীস নং:৫১৪৮
আন্তর্জাতিক নং: ৫১৪৮
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম
৫১৪৭. আলী ইবনে হুসাইন দিরহামী (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ স্বর্ণ এবং রেশম আমার উম্মতের নারীদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে।
تَحْرِيمُ الذَّهَبِ عَلَى الرِّجَالِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الدِّرْهَمِيُّ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ سَعِيدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ أَبِي مُوسَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِإِنَاثِ أُمَّتِي وَحُرِّمَ عَلَى ذُكُورِهَا
সহীহ বুখারী
হাদীস নং:৫৪১৭
আন্তর্জাতিক নং: ৫৮৩৫
৩০৮৪. পুরুষের জন্য রেশমী পোশাক পরিধান করা, রেশমী চাদর বিছানো এবং কী পরিমাণ রেশমী কাপড় ব্যবহার বৈধ।
৫৪১৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইমরান ইবনে হিত্তান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রাযিঃ) এর নিকট রেশম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ ইবনে আব্বাস (রাযিঃ) এর নিকটে যাও এবং তাঁকে জিজ্ঞাসা কর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেনঃ ইবনে উমরের রাঃ নিকট জিজ্ঞাসা কর। আমি ইবনে উমর রাঃ কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেনঃ আবু হাফস অর্থাৎ উমর ইবনে খাত্তাব (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়ায় রেশমী কাপড় সে ব্যক্তিই পরিধান করে, যার আখিরাতে কোন অংশ নেই। আমি বললামঃ তিনি সত্য বলেছেন। আবু হাফস রাসূলুল্লাহ (ﷺ) এর উপর মিথ্যা আরোপ করেননি।
আব্দুল্লাহ ইবনে রাজা (রাহঃ) ......... ইমরানের সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
باب لُبْسِ الْحَرِيرِ، وَافْتِرَاشِهِ لِلرِّجَالِ، وَقَدْرِ مَا يَجُوزُ مِنْهُ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْحَرِيرِ، فَقَالَتِ ائْتِ ابْنَ عَبَّاسٍ فَسَلْهُ. قَالَ فَسَأَلْتُهُ فَقَالَ سَلِ ابْنَ عُمَرَ. قَالَ فَسَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ أَخْبَرَنِي أَبُو حَفْصٍ ـ يَعْنِي عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ فِي الدُّنْيَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ ". فَقُلْتُ صَدَقَ وَمَا كَذَبَ أَبُو حَفْصٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا حَرْبٌ عَنْ يَحْيَى حَدَّثَنِي عِمْرَانُ. وَقَصَّ الْحَدِيثَ.

তাহকীক:
তাহকীক চলমান
