ফয়জুল কালাম

সন্তানের মৃত্যুতে প্রতিদান -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ১১৭৮
আন্তর্জাতিক নং: ১২৫১
- জানাযার অধ্যায়
৭৮৯. সন্তানের মৃত্যুতে সওয়াবের আশায় সবর করার ফযীলত।
১১৭৮। আলী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ কোন মুসলিমের তিনটি (নাবালিগ) সন্তান মারা গেল, তারপরও সে জাহান্নামে প্রবেশ করবে-এমন হবে না। তবে শুধু কসম পূর্ণ হওয়ার পরিমাণ পর্যন্ত। আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন- আল্লাহ তাআলার ইরশাদঃ وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا ″তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে″।
كتاب الجنائز
بَابُ فَضْلِ مَنْ مَاتَ لَهُ وَلَدٌ فَاحْتَسَبَ
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَمُوتُ لِمُسْلِمٍ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ، فَيَلِجَ النَّارَ إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ (وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا).

সহীহ মুসলিম

হাদীস নং: ৬৪৫৯
- সদ্ব্যবহার,আত্নীয়তা রক্ষা (মুআশারা) ও বিবিধ শিষ্টাচার
৪৭. সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণকারীর ফযীলত
৬৪৫৯। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কতিপয় আনসারী মহিলাদের লক্ষ্য করে বলেছেনঃ তোমাদের কারো তিনটি সন্তান মারা গেলে সে যদি (সাওয়াব মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য) ধৈর্যধারণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তখন এক মহিলা বলল, ইয়া রাসুলাল্লাহ! দু’জন হলে? তিনি বললেন, দু’জন হলেও।
كتاب البر والصلة والآداب
باب فَضْلِ مَنْ يَمُوتُ لَهُ وَلَدٌ فَيَحْتَسِبُهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِنِسْوَةٍ مِنَ الأَنْصَارِ " لاَ يَمُوتُ لإِحْدَاكُنَّ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبَهُ إِلاَّ دَخَلَتِ الْجَنَّةَ " . فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ أَوِ اثْنَيْنِ يَا رَسُولَ اللَّهِ قَالَ " أَوِ اثْنَيْنِ " .

শামাঈলে তিরমিযী

হাদীস নং: ৩৯৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ওফাতের বিবরণ
৩৯৮। আবুল খাত্তাব যিয়াদ ইবন ইয়াহ্ইয়া আল-বসরী এবং নসর ইবন আলী (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছেন, আমার উম্মতের মধ্যে যার দু'টি সন্তান মারা যাবে, তাদের দু'জনের বদৌলতে আল্লাহ্ তা'আলা তাকে জান্নাতবাসী করবেন। 'আয়িশা (রাযিঃ) বললেন, আপনার উম্মতের মধ্যে যার একটি সন্তান মারা যাবে? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তাকেও ক্ষমা করা হবে। 'আয়িশা (রাযিঃ) জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের মধ্যে যার কোন সন্তানই মারা যাবে না? তিনি বললেন, আমি আমার উম্মতের জন্য পরকালের সম্পদ স্বরূপ। কেননা আযাব তাদের এত কষ্ট দেবে, যা পরিবার-পরিজনের চাইতেও শোকাবহ হবে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ ، قَالاَ : حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ بَارِقٍ الْحَنَفِيُّ قَالَ : سَمِعْتُ جَدِّي أَبَا أُمِّي سِمَاكَ بْنَ الْوَلِيدِ ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ كَانَ لَهُ فَرَطَانِ مِنْ أُمَّتِي أَدْخَلَهُ اللَّهُ تَعَالَى بِهِمَا الْجَنَّةَ ، فَقَالَتْ عَائِشَةُ : فَمَنْ كَانَ لَهُ فَرَطٌ مِنْ أُمَّتِكَ ؟ قَالَ : وَمَنْ كَانَ لَهُ فَرَطٌ يَا مُوَفَّقَةُ قَالَتْ : فَمَنْ لَمْ يَكُنْ لَهُ فَرَطٌ مِنْ أُمَّتِكَ ؟ قَالَ : فَأَنَا فَرَطٌ لِأُمَّتِي ، لَنْ يُصَابُوا بِمِثْلِي.

জামে' তিরমিযী

হাদীস নং: ১০২১
আন্তর্জাতিক নং: ১০২১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মসিবতের ফযীলত, যদি তার উপর সাওয়াবের আশা করে।
১০২১. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ...... আবু সিনান (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমার ছেলে সিনানকে দাফন করছিলাম। সে সময় আবু তালহা আল-খাওলানী কবরের কিনারায় বসা ছিলেন। পরে আমি যখন কবর থেকে বের হতে ইচ্ছা করলাম তখন তিনি আমার হাত ধরলেন এবং বললেন, হে আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব? আমি বললাম, অবশ্যই দিন। তিনি বললেন, যাহ্হাক ইবনে আব্দুর রহমান ইবনে আরযাব (রাহঃ) আমাকে আবু মুসা আল-আশআরী (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফিরিশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তান কবয করে নিয়ে এলে? তার বলে, হ্যাঁ। আল্লাহ্ তাআলা বলেন, তোমরা তার হৃদয়ের ফল কবয করে নিয়ে এলে? তার বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলে, আপনার হামদ করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ্ তাআলা বলেন, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ কর এবং তার নামকরণ কর ‘‘বায়তুল হামদ’ বা প্রশংসালয়।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-গারীব।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب فَضْلِ الْمُصِيبَةِ إِذَا احْتَسَبَ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، قَالَ دَفَنْتُ ابْنِي سِنَانًا وَأَبُو طَلْحَةَ الْخَوْلاَنِيُّ جَالِسٌ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَلَمَّا أَرَدْتُ الْخُرُوجَ أَخَذَ بِيَدِي فَقَالَ أَلاَ أُبَشِّرُكَ يَا أَبَا سِنَانٍ . قُلْتُ بَلَى . فَقَالَ حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللَّهُ لِمَلاَئِكَتِهِ قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي . فَيَقُولُونَ نَعَمْ . فَيَقُولُ قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ . فَيَقُولُونَ نَعَمْ . فَيَقُولُ مَاذَا قَالَ عَبْدِي فَيَقُولُونَ حَمِدَكَ وَاسْتَرْجَعَ . فَيَقُولُ اللَّهُ ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ১৬০৮
আন্তর্জাতিক নং: ১৬০৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কোন মহিলার গর্ভপাত হলে
১৬০৮। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও মুহাম্মাদ ইবন ইস্হাক আবু বকর বাক্কায়ী (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গর্ভপাত জনিত সন্তান, তার পিতা-মাতাকে জাহান্নামে প্রবেশ করাতে দেখে, তার রবের সঙ্গে বাদানুবাদ করবে। তখন বলা হবেঃ হে রবের সাথে বাদানুবাদকারী গর্ভপাত জনিত সন্তান; তোমার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাও। ফলে, জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তারা তাদেরকে টানতে থাকবে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَنْ أُصِيبَ بِسِقْطٍ
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ إِسْحَقَ أَبُو بَكْرٍ الْبَكَّائِيُّ قَالَا حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنَا مَنْدَلٌ عَنْ الْحَسَنِ بْنِ الْحَكَمِ النَّخَعِيِّ عَنْ أَسْمَاءَ بِنْتِ عَابِسِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهَا عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِنَّ السِّقْطَ لَيُرَاغِمُ رَبَّهُ إِذَا أَدْخَلَ أَبَوَيْهِ النَّارَ فَيُقَالُ أَيُّهَا السِّقْطُ الْمُرَاغِمُ رَبَّهُ أَدْخِلْ أَبَوَيْكَ الْجَنَّةَ فَيَجُرُّهُمَا بِسَرَرِهِ حَتَّى يُدْخِلَهُمَا الْجَنَّةَ

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৭৫৮
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫৮। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা বলেনঃ হে আদম সন্তান, যদি তুমি বিপদের প্রথম সময় সবর কর এবং সওয়াবের আশা রাখ, তাহা হইলে আমি তোমার জন্য জান্নাত ব্যতীত কোন সওয়াবে সন্তুষ্ট হইব না। – ইবনে মাজাহ্
كتاب الجنائز
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: ابْنَ آدَمَ إِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى لَمْ أَرْضَ لَكَ ثَوَابًا دُونَ الْجَنَّةِ . رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৭৫৯
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫৯। হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে কোন মুসলমান পুরুষ বা নারী কোন বিপদে পড়িবে, অতঃপর উহাকে স্মরণ করিবে— যদিও দীর্ঘ দিন পরে হয় এবং তজ্জন্য ‘ইন্নালিল্লাহি’ পড়িবে, নিশ্চয় আল্লাহ্ তা'আলা তাহাকে তখন নূতন করিয়া সওয়াব দিবেন, যেদিন সে বিপদে পড়িয়াছিল সে দিনের পরিমাণ সওয়াব। —আহমদ ও বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الجنائز
وَعَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مُسْلِمٍ وَلَا مُسْلِمَةٍ يُصَابُ بِمُصِيبَةٍ فَيَذْكُرُهَا وَإِنْ طَالَ عَهْدُهَا فَيُحْدِثُ لِذَلِكَ اسْتِرْجَاعًا إِلَّا جَدَّدَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ عِنْدَ ذَلِكَ فَأَعْطَاهُ مِثْلَ أَجْرِهَا يَوْمَ أُصِيبَ بِهَا» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
tahqiq

তাহকীক:

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৭৬০
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৬০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহারও জুতার দোয়াল ছিঁড়িয়া যায়, তখন সে যেন ‘ইন্নালিল্লাহি' পড়ে! কেননা, ইহাও বিপদের অন্তর্গত। (আর এতটুকু বিপদের পরিবর্তেও আল্লাহ্ তা'আলা সওয়াব দান করিয়া থাকেন। )
كتاب الجنائز
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْقَطَعَ شِسْعُ أَحَدِكُمْ فَلْيَسْتَرْجِعْ فَإِنَّهُ مِنَ المصائب» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
tahqiq

তাহকীক: