ফয়জুল কালাম
জুমা পরিত্যাগ করার ব্যাপারে ধমক -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৩৭০
- নামাযের অধ্যায়
৪৩. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয।
কোরআনে বলা হইয়াছেঃ
إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ
“জুমুআর দিন যখন নামাযের জন্য আহ্বান করা হয় তাড়াতাড়ি আল্লাহর যিকিরের প্রতি ধাবিত হও।” যিকির অর্থে এখানে নামায ও খোতবাকে বুঝান হইয়াছে। এই অধ্যায়ের হাদীসসমূহ আসলে এই আয়াতেরই ব্যাখ্যা। —অনুবাদক
১৩৭০। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি মিম্বরের কাঠের উপর (দাঁড়াইয়া) বলিতেছেন, লোক হয়তো জুমুআর নামায তরক করা হইতে বিরত থাকিবে, না হয় আল্লাহ্ তা'আলা তাহাদের অন্তরের উপর মোহর অংকিত করিয়া দিবেন, অতঃপর তাহারা নিশ্চয় গাফেলদের অন্তর্গত হইয়া যাইবে। —মুসলিম
كتاب الصلاة
بَابُ وُجُوْبِهَا
عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا قَالَا: سَمِعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ: «لِيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ» . رَوَاهُ مُسلم
তাহকীক:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৫২
আন্তর্জাতিক নং: ১০৫২
নামাযের অধ্যায়
২১৬. জুমআর নামায ত্যাগ করার কঠোর পরিণতি সম্পর্কে।
১০৫২. মুসাদ্দাদ (রাহঃ) ..... আবুল জাদ্ আদ-দামিরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি বিনা কারণে অলসতা হেতু তিনটি জুমআর নামায পরিত্যাগ করে আল্লাহ তার অন্তরের উপর মোহর মেরে দেন (যাতে কোন কল্যাণ তাতে প্রবেশ করতে না পারে, ফলে তাতে কল্যাণ ও বরকত প্রবেশের দ্বার বন্ধ হয়ে যায়)।
كتاب الصلاة
باب التَّشْدِيدِ فِي تَرْكِ الْجُمُعَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، قَالَ حَدَّثَنِي عُبَيْدَةُ بْنُ سُفْيَانَ الْحَضْرَمِيُّ، عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ، - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَرَكَ ثَلاَثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ " .
তাহকীক:
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১১২৬
আন্তর্জাতিক নং: ১১২৬
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
বিনা ওযরে জুমু'আর সালাত ছেড়ে দিলে
১১২৬। মুহাম্মাদ ইবন মুসান্না ও আহমদ ইবন ঈসা মিসরী (রাহঃ)...... জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বিনা প্রয়োজন তিন জুমু'আ ছেড়ে দেয়, আল্লাহ্ তা'আলা তার অন্তরে মোহর মেরে দেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَنْ تَرَكَ الْجُمُعَةَ مِنْ غَيْرِ عُذْرٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَسِيدِ بْنِ أَبِي أَسِيدٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ أَسِيدِ بْنِ أَبِي أَسِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلاَثًا مِنْ غَيْرِ ضَرُورَةٍ طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ " .
তাহকীক: