ফয়জুল কালাম
দোয়ার প্রতি উৎসাহ দেওয়া -এর বিষয়সমূহ
৯ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২২৩১
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ হইল এবাদতের মগজ (কেননা, উহাতে চরম বিনয় রহিয়াছে)। – তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২২৩২
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ (যিকির বা এবাদতসমূহের মধ্যে) আল্লাহর নিকট দোআ অপেক্ষা কোন জিনিসই অধিক সম্মানিত নহে। – তিরমিযী ও ইবনে মাজাহ্ তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব।
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ»
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২২৩৪
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ উপকার করে যে বিপদ নাযিল হইয়াছে সে সম্পর্কে এবং যাহা নাযিল হয় নাই সে সম্পর্কে। সুতরাং আল্লাহর বান্দাগণ! তোমরা দো'আ করিবে। —তিরমিযী।
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الدُّعَاءَ يَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ يَنْزِلْ فَعَلَيْكُمْ عِبَادَ اللَّهِ بِالدُّعَاءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
তাহকীক:
জামে' তিরমিযী
হাদীস নং: ৩৩৮১
আন্তর্জাতিক নং: ৩৩৮১
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
মুসলিমের দুআ কবুল হয়
৩৩৮১. কুতায়বা (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কেউ যদি কিছু দুআ করে আর তা যদি কোন গুনাহ বা আত্মিয়তার সম্পর্ক ছিন্ন কারার দুআ না হয় তবে আল্লাহ তাআলা অবশ্যই সে যা চায় তা তাকে দেন কিংবা তার থেকে দূরীভূত হবে সে পরিমাণ মন্দ।
এ বিষয়ে আবু সাঈদ ও উবাদা ইবনুস সামিত (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ دَعْوَةَ الْمُسْلِمِ مُسْتَجَابَةٌ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ أَحَدٍ يَدْعُو بِدُعَاءٍ إِلاَّ آتَاهُ اللَّهُ مَا سَأَلَ أَوْ كَفَّ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهُ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ .
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২২৩৭
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৭। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর নিকট তাঁহার অনুগ্রহ চাহ! কেননা, তিনি ভালবাসেন তাঁহার নিকট কিছু চাওয়াকে। আর বিপদ হইতে মুক্তির অপেক্ষা করা শ্রেষ্ঠ এবাদত। —তিরমিযী। তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب الدعوات
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ هَذَا حَدِيث غَرِيب
তাহকীক:
জামে' তিরমিযী
হাদীস নং: ৩৩৮২
আন্তর্জাতিক নং: ৩৩৮২
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
মুসলিমের দুআ কবুল হয়
৩৩৮২. মুহাম্মাদ ইবনে মারযূক (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি পছন্দ করে যে কঠিন এবং দুঃখের সময়ে আল্লাহ তার দুআ কবুল করবেন তবে যেন সে সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশী করে দুআ করে।
(আবু ঈসা বলেন) এ হাদীসটি গরীব।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ دَعْوَةَ الْمُسْلِمِ مُسْتَجَابَةٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَطِيَّةَ اللَّيْثِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَرَّهُ أَنْ يَسْتَجِيبَ اللَّهُ لَهُ عِنْدَ الشَّدَائِدِ وَالْكُرَبِ فَلْيُكْثِرِ الدُّعَاءَ فِي الرَّخَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২২৩৯
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাহার জন্য দো'আর দরজা খোলা, তাহার জন্য রহমতের দরজাই খোলা হইয়াছে এবং আল্লাহর নিকট কুশল বা নিরাপত্তা অপেক্ষা প্রিয়তর কোন জিনিসই চাওয়া হয় না। —তিরমিযী
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فُتِحَ لَهُ مِنْكُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الرَّحْمَةِ وَمَا سُئِلَ اللَّهُ شَيْئًا يَعْنِي أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُسْأَلَ الْعَافِيَةَ» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২২২৭
- যাবতীয় দোয়া-যিক্র
প্রথম অনুচ্ছেদ
২২২৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বন্দার দো'আ কবুল করা হয়, যাবৎ না সে গোনাহর কাজের অথবা আত্মীয়তা বন্ধন ছেদের দোআ করে এবং যাবৎ না সে তাড়াতাড়ি করে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্। তাড়াতাড়ি করা কি? তিনি বলিলেন: এইরূপ বলা, আমি (এই) দো'আ করিয়াছি, আমি (ঐ) দোআ করিয়াছি, কৈ আমার দো'আ তো কবুল হইতে দেখিলাম না – অতঃপর সে অবসাদগ্রস্ত হইয়া পড়ে এবং দোআ ছাড়িয়া দেয়। —মুসলিম
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ» . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يُسْتَجَابُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعاءَ . رَوَاهُ مُسلم
তাহকীক:
সহীহ মুসলিম
হাদীস নং: ৬৬৮০
- যিকর, দুআ, তাওবা ও ইসতিগফারের অধ্যায়
২৩. মুসলমানদের জন্য তাদের অনুপস্থিতিতে দুআর ফযীলত
৬৬৮০। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... উম্মে দারদা (রাযিঃ) এর স্বামী সাফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সিরিয়াতে গেলাম এবং সেখানে আবু দারদা (রাযিঃ) এর ঘরে গেলাম। আমি তাকে ঘরে পেলাম না; বরং সেখানে উম্মে দারদাকে পেলাম। তিনি বললেন, আপনি কি এ বছর হজ্জ পালন করবেন? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দুআ করবেন। কেননা, নবী (ﷺ) বলতেনঃ একজন মুসলমান বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দুআ করলে তা কবুল হয়। তার মাথায় একজন ফিরিশতা নিয়োজিত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য দুআ করে তখন নিয়োজিত ফিরিশতা বলে থাকে আমীন এবং তোমার জন্যও অনুরূপ। তিনি বলেন, এরপর আমি বাজারের দিকে বের হলাম। আর আবু দারদা (রাযিঃ) এর দেখা পেলাম, তখন তিনি আমাকে তার অনুরূপ নবী (ﷺ) থেকে বর্ণনা করলেন।
كتاب الذكر والدعاء والتوبة والاستغفار
باب فَضْلِ الدُّعَاءِ لِلْمُسْلِمِينَ بِظَهْرِ الْغَيْبِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي، سُلَيْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ صَفْوَانَ، - وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ - وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ قَالَ قَدِمْتُ الشَّامَ فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ فَقَالَتْ أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ فَقُلْتُ نَعَمْ . قَالَتْ فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ " .
قَالَ فَخَرَجْتُ إِلَى السُّوقِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ يَرْوِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
قَالَ فَخَرَجْتُ إِلَى السُّوقِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ يَرْوِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
তাহকীক:
বর্ণনাকারী: