মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৩৭
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৭। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর নিকট তাঁহার অনুগ্রহ চাহ! কেননা, তিনি ভালবাসেন তাঁহার নিকট কিছু চাওয়াকে। আর বিপদ হইতে মুক্তির অপেক্ষা করা শ্রেষ্ঠ এবাদত। —তিরমিযী। তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

‘মুক্তির অপেক্ষা করা'—অর্থাৎ, কাহারও নিকট অভিযোগ না করিয়া সবর করা এবং আল্লাহর নিকট মুক্তির প্রার্থনা করা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৩৭ | মুসলিম বাংলা