মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৩৬
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন দো'আ করে, নিশ্চয় আল্লাহ্ তাহাকে সে যাহা চাহে তাহা দেন অথবা উহার অনুরূপ কোন বিপদকে তাহা হইতে দূরে রাখেন, যাবৎ না সে দোআ করে কোন গোনাহ্র কাজের অথবা আত্মীয়তা বন্ধন ছেদের। – তিরমিযী
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ يَدْعُو بِدُعَاءٍ إِلَّا آتَاهُ اللَّهُ مَا سَأَلَ أَوْ كَفَّ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهُ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رحم» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৩৬ | মুসলিম বাংলা