ফয়জুল কালাম

অন্যাের থেকে কুরআন শোনা -এর বিষয়সমূহ

টি হাদীস

রিয়াযুস সালিহীন

হাদীস নং:৪৪৬
অধ্যায়ঃ ৫৪ আল্লাহ তাআলার ভয় ও তাঁর প্রতি আগ্রহ-উদ্দীপনায় ক্রন্দন করার ফযীলত।
কুরআন তিলাওয়াতকালে ক্রন্দন করা হাদীছ নং: ৪৪৬ অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার সামনে কুরআন তিলাওয়াত করো। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সামনে কুরআন তিলাওয়াত করব, অথচ কুরআন আপনার প্রতিই অবতীর্ণ হয়েছে? তিনি বললেন, আমি অন্যের মুখে তিলাওয়াত শুনতে ভালোবাসি। সুতরাং আমি তাঁর সামনে সূরা নিসা পড়লাম। যখন এ আয়াতে পৌছলাম- {فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا} [النساء: 41] (অর্থ) সুতরাং (তারা ভেবে দেখুক)- সেদিন (তাদের অবস্থা) কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং (হে নবী), আমি তোমাকে ওইসব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব? - সূরা নিসা ৪১ তিনি বললেন, বাস, এবার থামো। আমি তাঁর দিকে ফিরে তাকালাম। দেখলাম তাঁর দু'চোখ থেকে অশ্রু ঝরছে।– বুখারী ও মুসলিম
54 - باب فضل البكاء من خشية الله تعالى وشوقا إليه
446 - وعن ابن مسعود - رضي الله عنه - قَالَ: قَالَ لِي النَّبيُّ - صلى الله عليه وسلم: «اقْرَأْ عليَّ القُرْآنَ» قلت: يَا رسول اللهِ، أقرأُ عَلَيْكَ، وَعَلَيْكَ أُنْزِلَ؟! قَالَ: «إِنِّي أُحِبُّ أَنْ أسْمَعَهُ مِنْ غَيرِي» فَقَرَأْتُ عَلَيْهِ سورةَ النِّسَاءِ، حَتَّى جِئْتُ إِلى هذِهِ الآية: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هؤُلاءِ شَهيدًا} [النساء: 41] قَالَ: «حَسْبُكَ الآنَ» فَالَتَفَتُّ إِلَيْهِ فإذا عَيْنَاهُ تَذْرِفَان. متفقٌ عَلَيْهِ. (1)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা