ফয়জুল কালাম
সাহাবি ও তাবেয়িগণের মর্যাদা -এর বিষয়সমূহ
৪ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:৩৮৫৮
আন্তর্জাতিক নং: ৩৮৫৮
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কে যাঁরা দেখেছেন বা তাঁর সাহাবীগণকে যাঁরা দেখেছেন তাঁদের ফযীলত
৩৮৫৮। ইয়াহ্ইয়া ইবন হাবীব ইব্ন আরাবী বসরী (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী (ﷺ) -কে বলতে শুনেছি, যে মুসলিম ব্যক্তি আমাকে দেখেছে বা আমাকে যারা দেখেছে তাদের যে দেখেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
বর্ণনাকারী তালহা (রাহঃ) বলেন : আমি (নবীজীর সাহাবী) জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখেছি। মুসা (রাহঃ) বলেন : আমি তালহা (রাহঃ)-কে দেখেছি। ইয়াহ্ইয়া (রাহঃ) বলেন : আমাকে মুসা (রাহঃ) বলেছেন : তুমি তো আমাকে দেখেছ । সুতরাং আমরা সবাই আল্লাহর (অনুগ্রহের) আশা করি ৷
হাদীসটি হাসান-গারীব। মুসা ইবন ইবরাহীম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না ।
আলী ইব্ন মাদীনী প্রমুখ (রাহঃ) হাদীসবিদও মুসা (রাহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন ।
بَابُ مَا جَاءَ فِي فَضْلِ مَنْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَحِبَهُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ الْبَصْرِيُّ قال: حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَآنِي أَوْ رَأَى مَنْ رَآنِي» قَالَ طَلْحَةُ: فَقَدْ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ وقَالَ مُوسَى: وَقَدْ رَأَيْتُ طَلْحَةَ قَالَ يَحْيَى: وَقَالَ لِيّ مُوسَى: وَقَدْ رَأَيْتُنِي وَنَحْنُ نَرْجُو اللَّهَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ الأَنْصَارِيِّ» وَرَوَى عَلِيُّ بْنُ المَدِينِيِّ، وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الحَدِيثِ عَنْ مُوسَى، هَذَا الحَدِيثَ

তাহকীক:
তাহকীক চলমান
সহীহ বুখারী
হাদীস নং:৩৪০৮
আন্তর্জাতিক নং: ৩৬৭৩
২০৮৪. শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৪০৮। আদম ইবনে আবী ইয়াস (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর উম্মতকে লক্ষ্য করে) বলেছেন, তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করো না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় কর, তবে তাদের একমুদ বা অর্ধমুদ-এর সমপরিমাণ সাওয়াব হবে না।
জারীর, আব্দুল্লাহ ইবনে দাউদ, আবু মুআবিয়া ও মুহাযির (রাহঃ) আমাশ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় শুবা (রাহঃ)- এর অনুসরণ করেছেন।
باب
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ ". تَابَعَهُ جَرِيرٌ وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
জামে' তিরমিযী
হাদীস নং:৩৮৬৫
আন্তর্জাতিক নং: ৩৮৬৫
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৫। আবু কুরায়ব (রাহঃ)... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার কোন সাহাবী যে অঞ্চলে মৃত্যুবরণ করেছে, সে কিয়ামতের দিন ঐ অঞ্চলের নেতা এবং তাদের জন্য আলোকবর্তিকা হিসাবে উত্থিত হবে।
হাদীসটি গারীব।
এ হাদীসটি আব্দুল্লাহ ইবন মুসলিম-আবু তায়বা-ইবন বুরায়দা সূত্রে নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণিত
আছে। এ রিওয়ায়াতটিই অধিকতর সাহীহ।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قال: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ نَاجِيَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ أَبِي طَيْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي يَمُوتُ بِأَرْضٍ إِلَّا بُعِثَ قَائِدًا وَنُورًا لَهُمْ يَوْمَ القِيَامَةِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَرُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ أَبِي طَيْبَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَهَذَا أَصَحُّ»

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৯৩
৫. তৃতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৯৩। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি কারো তরীকা অনুসরণ করতে চায়, সে যেন দুনিয়া হতে বিদায় গ্রহণকারী লোকদের তরীকা অনুসরণ করে। কেননা জীবিত লোকেরা ফেতনা হতে নিরাপদ নয়। (যে মৃত ব্যক্তিদের কথা বললাম) তারা হলেন হযরত মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবীগণ, যারা এই উম্মতের সর্বোত্তম লোক ছিলেন নেক হৃদয়, গভীর জ্ঞান অকৃত্রিম স্বভাব হওয়ার দিক থেকে। আল্লাহ্ পাক তাদেরকে স্বীয় নবীর সাহচর্য ও দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে মনোনীত করেছিলেন; সুতরাং তোমরা তাদের মর্যাদা ও মাহাত্ম্য উপলব্ধি কর। তাদের পদাঙ্ক অনুসরণ কর এবং তাদের স্বভাব-চরিত্র যথাসাধ্য অবলম্বন কর। কেননা তারা (সম্পূর্ণরূপে) সরল সঠিক পথে ছিলেন। -রাযীন
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثالث
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: مَنْ كَانَ مُسْتَنًّا فليسن بِمَنْ قَدْ مَاتَ فَإِنَّ الْحَيَّ لَا تُؤْمَنُ عَلَيْهِ الْفِتْنَةُ. أُولَئِكَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوا أَفْضَلَ هَذِهِ الْأُمَّةِ أَبَرَّهَا قُلُوبًا وَأَعْمَقَهَا عِلْمًا وَأَقَلَّهَا تَكَلُّفًا اخْتَارَهُمُ اللَّهُ لِصُحْبَةِ نَبِيِّهِ وَلِإِقَامَةِ دِينِهِ فَاعْرِفُوا لَهُمْ فَضْلَهُمْ وَاتَّبِعُوهُمْ عَلَى آثَارِهِمْ وَتَمَسَّكُوا بِمَا اسْتَطَعْتُمْ مِنْ أَخْلَاقِهِمْ وَسِيَرِهِمْ فَإِنَّهُمْ كَانُوا عَلَى الْهَدْيِ الْمُسْتَقِيمِ. رَوَاهُ رزين

তাহকীক:
তাহকীক চলমান