আনওয়ারুল হাদীস
জালিমের সহায়তা করাও জঘন্য অপরাধ -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫১৩৫
২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩৫। হযরত আওস ইবনে শোরাহবীল (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেনঃ যে ব্যক্তি কোন যালিমের শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে তাহার সঙ্গে চলে; অথচ সে জানে যে, ঐ ব্যক্তি যালিম, তখন সে ইসলাম হইতে বাহির হইয়া গেল।
وَعَن أوْسِ
بن شَرحبيل أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَشَى مَعَ ظَالِمٍ لِيُقَوِّيَهُ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ ظَالِمٌ فَقَدْ خَرَجَ مِنَ الْإِسْلَام»
بن شَرحبيل أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَشَى مَعَ ظَالِمٍ لِيُقَوِّيَهُ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ ظَالِمٌ فَقَدْ خَرَجَ مِنَ الْإِسْلَام»

তাহকীক:
তাহকীক চলমান