আনওয়ারুল হাদীস
প্রসিদ্ধি লাভের আকাঙ্ক্ষা ক্ষতিকর -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫৩২৬
দ্বিতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩২৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ কোন ব্যক্তি মন্দ হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে, দ্বীনদারী বা দুনিয়াবী উচ্চ মর্যাদার ব্যাপারে তাহার প্রতি অঙ্গুলী দ্বারা ইংগিত করা হয়। তবে সে-ই ইহার আওতায় পড়িবে না যাহাকে আল্লাহ্ হেফাযত করিয়াছেন। —বায়হাকী
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بِحَسب امريءٍ مِنَ الشَّرِّ أَنْ يُشَارَ إِلَيْهِ بِالْأَصَابِعِ فِي دِينٍ أَوْ دُنْيَا إِلَّا مَنْ عَصَمَهُ اللَّهُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

তাহকীক:
তাহকীক চলমান
