আলফিয়্যাতুল হাদীস

বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে পাঠ করবে -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৪২৯
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪২৯। হযরত ওমর ইবনুল খাত্তাব ও আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন বিপদগ্রস্তকে দেখিয়া বলিবে, “আল্লাহর শোকর, যিনি তোমাকে যাহাতে পতিত করিয়াছেন, তাহা হইতে আমাকে নিরাপদে রাখিয়াছেন এবং আমাকে তাঁহার সৃষ্টির অনেক জিনিস অপেক্ষা অধিক মর্যাদা দান করিয়াছেন”— তাহার প্রতি ঐ বিপদ কখনও পৌঁছিবে না সে যথায় থাকুক না কেন। —তিরমিযী।
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ رَجُلٍ رَأَى مُبْتَلًى فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا إِلَّا لَمْ يُصِبْهُ ذَلِكَ الْبَلَاءُ كَائِنا مَا كانَ . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা