আলফিয়্যাতুল হাদীস
দীর্ঘ হায়াত নেক আমলকারীর জন্য মহা নিয়ামত -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:২৩৩০
আন্তর্জাতিক নং: ২৩৩০
এতদসম্পর্কে আরো একটি অনুচ্ছেদ।
২৩৩৩. আবু হাফস আমর ইবনে আলী (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবু বাকরা তার পিতা আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি একবার বললঃ ইয়া রাসূলাল্লাহ, লোকদের মধ্যে সবচেয়ে ভাল কে? তিনি বললেনঃ যার জীবন হল দীর্ঘ এবং আমল হয় নেক। লোকটি বললঃ সবচেয়ে মন্দ লোক কে? তিনি বললেনঃ যার জীবন হল দীর্ঘ এবং আমল হয় খারাপ।
باب مِنْهُ
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ خَيْرٌ قَالَ " مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ " . قَالَ فَأَىُّ النَّاسِ شَرٌّ قَالَ " مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫২৮৬
দ্বিতীয় অনুচ্ছেদ - ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা
৫২৮৬। হযরত উবায়দ ইবনে খালেদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) দুই ব্যক্তির মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করিলেন। তাহাদের একজন আল্লাহর রাস্তায় শহীদ হইয়া গেল। অতঃপর দ্বিতীয় জন তাহার এক সপ্তাহ অথবা ইহার কাছাকাছি সময়ে (আপন বাড়ী-ঘরে) মৃত্যুবরণ করিল। লোকেরা এই ব্যক্তির জানাযা পড়িয়া অবসর হইলে নবী (ﷺ) জিজ্ঞাসা করিলেন, তোমরা (এই মৃত ব্যক্তির জানাযায়) কি দোআ পড়িয়াছ? তাহারা বলিল, আমরা আল্লাহর নিকট এই দো'আ করিয়াছি তিনি যেন তাহাকে মাফ করিয়া দেন, তাহার প্রতি অনুগ্রহ করেন এবং তাহাকে তাহার (শহীদ) বন্ধুর সহিত মিলিত করেন। তখন নবী (ﷺ) বলিলেনঃ এই ব্যক্তির নামায এবং অন্যান্য নেক আমল কোথায় গেল যাহা সে তাহার (শহীদ) ভাইয়ের মৃত্যুর পরে (এক সপ্তাহ জীবিত থাকাকালীন সময়ে) আদায় করিয়াছিল ? অথবা তিনি বলিয়াছেনঃ শহীদ ভাইয়ের রোযার পরে এই ব্যক্তি যে কয়দিন আপন রোযা রাখিয়াছিল ? বস্তুতঃ (জান্নাতে) তাহাদের উভয়ের মর্যাদার ব্যবধান আসমান ও যমীনের মধ্যকার দূরত্বের সমপরিমাণ। – আবু দাউদ ও নাসায়ী
وَعَن عبيد بن خَالِد أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَ رَجُلَيْنِ فَقُتِلَ أَحَدُهُمَا ثُمَّ مَاتَ الْآخَرُ بَعْدَهُ بِجُمُعَةٍ أَوْ نَحْوِهَا فَصَلَّوْا عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قُلْتُمْ؟» قَالُوا: دَعَوْنَا اللَّهَ أَنْ يَغْفِرَ لَهُ وَيَرْحَمَهُ وَيُلْحِقَهُ بِصَاحِبِهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ وَعَمَلُهُ بَعْدَ عَمَلِهِ؟» أَوْ قَالَ: «صِيَامُهُ بَعْدَ صِيَامِهِ لِمَا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

তাহকীক:
তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫২৯৩
তৃতীয় অনুচ্ছেদ - ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা
৫২৯৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে শাদ্দাদ (রাঃ) বলেন, একবার আ’যরা গোত্রীয় তিন ব্যক্তি নবী (ﷺ)-এর খেদমতে আসিয়া ইসলাম গ্রহণ করিল। তখন নবী (ﷺ) (সাহাবায়ে কেরামদিগকে উদ্দেশ করিয়া) বলিলেনঃ তোমাদের মধ্যে কে ইহাদের দায়িত্ব নিতে পার? তালহা (রাঃ) বলিলেন, আমি। (শাদ্দাদ বলেন,) সুতরাং তাহারা তাহার নিকট থাকিতে লাগিল, ইহার পর একসময় নবী (ﷺ) কোন এক অভিযানে একদল সৈন্য প্রেরণ করিলেন, তখন উহাদের (উক্ত তিন জনের) একজন ঐ সেনাদলের সাথে বাহির হইল এবং যুদ্ধে শহীদ হইয়া গেল। অতঃপর হুযূর (ﷺ) আরেকটি সেনাদল পাঠাইলেন। এই দলের সাথেও দ্বিতীয় একজন বাহির হইল এবং সেও শহীদ হইল। ইহার পর (একদিন) তৃতীয়জন (স্বাভাবিক অবস্থায়) আপন বিছানায় মৃত্যুবরণ করিল। বর্ণনাকারী ইবনে শাদ্দাদ বলেন, হযরত তালহা (রাঃ) বলিলেন, ইহার পর আমি একসময় উক্ত ব্যক্তিত্রয়কে (স্বপ্নযোগে) বেহেশতের মধ্যে দেখিতে পাইলাম এবং ইহাও দেখিলাম যে, আপন বিছানায় মৃত ব্যক্তিটি তাহাদের সম্মুখে রহিয়াছে এবং দ্বিতীয় অভিযানে শহীদ ব্যক্তিটি রহিয়াছে তাহার পিছনে, আর ইহার পিছনে রহিয়াছে প্রথম ব্যক্তি। (তালহা [রাঃ] বলেন,) তাহাদের এই ক্রমিক মানে আমার মনে একটি খট্কা জাগিল। সুতরাং এই কথাটি আমি নবী (ﷺ)-এর নিকট ব্যক্ত করিলাম। তখন তিনি বলিলেনঃ কিসে তুমি আশ্চর্যান্বিত হইলে? (জানিয়া রাখ!) যেই ঈমানদার ইসলামের মধ্যে থাকিয়া তাসবীহ, তাকবীর ও তাহলীলদায় করার জন্য অতিরিক্ত বয়সের সুযোগ পাইয়াছে এমন মু'মিন অপেক্ষা আল্লাহর নিকট অন্য কেহ উত্তম নহে। —আহমদ
وَعَن عبدِ الله بنِ شدَّادٍ قَالَ إِنَّ نَفرا من بني عذرةثلاثة أَتَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَكْفِينِيهِمْ؟» قَالَ طَلْحَةُ: أَنَا. فَكَانُوا عِنْدَهُ فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا فَخَرَجَ فِيهِ أَحَدُهُمْ فَاسْتُشْهِدَ ثُمَّ بَعَثَ بَعْثًا فَخَرَجَ فِيهِ الْآخَرُ فَاسْتُشْهِدَ ثُمَّ مَاتَ الثَّالِثُ عَلَى فِرَاشِهِ. قَالَ: قَالَ طَلْحَةُ: فَرَأَيْتُ هَؤُلَاءِ الثَّلَاثَةَ فِي الْجَنَّةِ وَرَأَيْتُ الْمَيِّتَ عَلَى فِرَاشِهِ أَمَامَهُمْ وَالَّذِي اسْتُشْهِدَ آخِرًا يَلِيهِ وَأَوَّلَهُمْ يَلِيهِ فَدَخَلَنِي مِنْ ذَلِكَ فَذَكَرْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَقَالَ: «وَمَا أَنْكَرْتَ مِنْ ذَلِكَ؟ لَيْسَ أَحَدٌ أَفْضَلَ عِنْدَ اللَّهِ مِنْ مُؤْمِنٍ يُعَمَّرُ فِي الْإِسْلَام لتسبيحه وتكبيره وتهليله»
سندہ ضعیف ، رواہ احمد (1 / 163 ح 1401) * السند مرسل ولہ طریق آخر عند البزار (954 کشف الاستار) و ابی یعلی (634) و سندہ ضعیف ۔
سندہ ضعیف ، رواہ احمد (1 / 163 ح 1401) * السند مرسل ولہ طریق آخر عند البزار (954 کشف الاستار) و ابی یعلی (634) و سندہ ضعیف ۔

তাহকীক:
তাহকীক চলমান
