আলফিয়্যাতুল হাদীস
কুরবানির পর মাথা কামানো ও চুল কাটা -এর বিষয়সমূহ
২ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:২৬৫০
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৫০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় পৌঁছিয়া প্রথমে জামরাতে গেলেন এবং উহাতে কাঁকর মারিলেন, অতঃপর মিনায় অবস্থিত তাঁহার ডেরায় গেলেন এবং কোরবানীর পশুসমূহ যবেহ করিলেন, তৎপর নাপিত ডাকাইলেন এবং তাহাকে আপন মাথার ডান দিক বাড়াইয়া দিলেন। সে উহা মুড়াইল। তিনি আবু তালহা আনসারীকে ডাকাইয়া কেশগুচ্ছ দিলেন। অতঃপর নাপিতকে মাথার বাম দিক বাড়াইয়া দিয়া বলিলেন, মুড়াও সে মুড়াইল, আর তিনি উহা সেই আবু তালহাকে দিয়া বলিলেন যাও, মানুষের মধ্যে বণ্টন করিয়া দাও ! মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مِنًى فَأَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا ثُمَّ أَتَى مَنْزِلَهُ بِمِنًى وَنَحَرَ نُسُكَهُ ثُمَّ دَعَا بِالْحَلَّاقِ وَنَاوَلَ الْحَالِقَ شِقَّهُ الْأَيْمَنَ ثُمَّ دَعَا أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ فَأَعْطَاهُ إِيَّاهُ ثُمَّ نَاوَلَ الشِّقَّ الْأَيْسَرَ فَقَالَ «احْلِقْ» فَحَلَقَهُ فَأعْطَاهُ طَلْحَةَ فَقَالَ: «اقْسِمْهُ بَيْنَ النَّاسِ»

তাহকীক:
তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:২৬৪৮
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: “আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।” সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযুর বলিলেন, "আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।" সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযূর (তৃতীয়বারে) বলিলেন, “যাহারা মাথা ছাঁটাইয়াছে তাহাদের প্রতিও।" — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» . قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» . قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَالْمُقَصِّرِينَ»

তাহকীক:
তাহকীক চলমান