আলফিয়্যাতুল হাদীস

রমযানের শেষ দশদিন ও লাইলাতুল কদরের ফযীলত -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:১৮৯০
আন্তর্জাতিক নং: ২০১৭
১২৫৫. রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর সন্ধান করা।
১৮৯০। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর।
بَابُ تَحَرِّي لَيْلَةِ القَدْرِ فِي الوِتْرِ مِنَ العَشْرِ الأَوَاخِرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ".

সহীহ মুসলিম

হাদীস নং:২৬৫৯
আন্তর্জাতিক নং: ১১৭৫
১. রমযানের শেষ দশকে (ইবাদতের জন্য) সচেষ্ট হওয়া
২৬৫৯। কুতায়বা ইবনে সাঈদ ও আবু কামিল জাহদারী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রামযানের শেষ দশকে, অন্যান্য সময় অপেক্ষা, ইবাদতে অধিক মশগুল থাকতেন।
باب الاِجْتِهَادِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ كِلاَهُمَا عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ زِيَادٍ، - قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يَقُولُ سَمِعْتُ الأَسْوَدَ بْنَ يَزِيدَ، يَقُولُ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِي غَيْرِهِ .

সহীহ বুখারী

হাদীস নং:১৮৯৭
আন্তর্জাতিক নং: ২০২৪
১২৫৭. রমযানের শেষ দশকের আমল।
১৮৯৭। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমযানের শেষ দশক আসত, তখন নবী (ﷺ) তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশী বেশী ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্রে জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।
باب الْعَمَلِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ.

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২০৯৬
৮. তৃতীয় অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন শবে কদর আরম্ভ হয়, তখন হযরত জিবরাঈল (আঃ) ফিরিশতাদের দল সহ অবতীর্ণ হন এবং আল্লাহর এমন প্রত্যেক বন্দার জন্য দো'আ করিতে থাকেন, যাহারা দাঁড়াইয়া বা বসিয়া আল্লাহর স্মরণ করিতে আছে। অতঃপর যখন বন্দাদের ঈদের দিন হয়, তখন আল্লাহ্ তা'আলা তাহাদের ব্যাপারে আপন ফিরিশতাদের নিকট ফখর করেন এবং জিজ্ঞাসা করেন যে, হে আমার ফিরিশতাগণ ! বল দেখি, সে শ্রমিকের প্রতিদান কি হইতে পারে, যে আপন কার্য সম্পন্ন করিয়াছে ? তাহারা উত্তর করেন, হে আমাদের পরওয়ারদেগার! তাহার পারিশ্রমিক পূর্ণরূপে দেওয়াই হইতেছে তাহার প্রতিদান। তখন আল্লাহ্ বলেন, হে আমার ফেরেস্তাগণ! আমার বন্দা ও বান্দীগণ তাহাদের প্রতি আমার অর্পিত দায়িত্ব পালন করিয়াছে। অতঃপর আজ আমার নিকট দো'আর রব করিতে করিতে ঈদগাহে বাহির হইয়াছে। আমার ইজ্জত সম্মানের কসম, জানিয়া রাখ, আমি তাহাদের দোআ নিশ্চয়ই কবুল করিব। অতঃপর বলেন, যাও (আমার বন্দাগণ!) আমি নিশ্চয়ই তোমাদিগকে ক্ষমা করিয়া দিলাম এবং তোমাদের গোনাহ্সমূহকে নেকীতে পরিবর্তিত করিলাম। হুযুর বলেন, অতঃপর তাহারা বাড়ী ফিরে ক্ষমা প্রাপ্ত হইয়া । —বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا كَانَ لَيْلَةُ الْقَدْرِ نزل جِبْرِيل عَلَيْهِ السَّلَام فِي كُبْكُبَةٍ مِنَ الْمَلَائِكَةِ يُصَلُّونَ عَلَى كُلِّ عَبْدٍ قَائِمٍ أَوْ قَاعِدٍ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِذَا كَانَ يَوْمُ عِيدِهِمْ يَعْنِي يَوْمَ فِطْرِهِمْ بَاهَى بِهِمْ مَلَائِكَتَهُ فَقَالَ: يَا مَلَائِكَتِي مَا جَزَاءُ أَجِيرٍ وَفَّى عَمَلَهُ؟ قَالُوا: رَبَّنَا جَزَاؤُهُ أَنْ يُوَفَّى أَجْرَهُ. قَالَ: مَلَائِكَتِي عَبِيدِي وَإِمَائِي قَضَوْا فَرِيضَتِي عَلَيْهِمْ ثُمَّ خَرَجُوا يَعُجُّونَ إِلَى الدُّعَاءِ وَعِزَّتِي وَجَلَالِي وَكَرَمِي وَعُلُوِّي وَارْتِفَاعِ مَكَاني لأجيبنهم. فَيَقُول: ارْجعُوا فقد غَفَرْتُ لَكُمْ وَبَدَّلْتُ سَيِّئَاتِكُمْ حَسَنَاتٍ. قَالَ: فَيَرْجِعُونَ مَغْفُورًا لَهُمْ . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান