আলফিয়্যাতুল হাদীস

মিথ্যা, পরনিন্দা প্রভৃতি থেকে রোজাকে মুক্ত করা -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:১৭৮২
আন্তর্জাতিক নং: ১৯০৩
১১৯১. রোযা পালনের সময় মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন না করা।
১৭৮২। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।
باب مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فِي الصَّوْمِ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ".

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:১৬৫০
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৫০. হযরত আবু উবায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি: রোযা হচ্ছে একটি ঢাল যে পর্যন্ত কেউ এটা ছিদ্র করে না ফেলে। (হাদীসটি নাসাঈ হাসান সনদে বর্ণনা করেছেন। ইবন খুযায়মা এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। তাবারানী এই হাদীসটি 'আওসাত' নামক গ্রন্থে হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন। তাতে এ অংশটি অতিরিক্ত রয়েছে: রাসূলুল্লাহর-কে প্রশ্ন করা হল, এ ঢাল কিসের দ্বারা ছিদ্র করে ফেলা হয়? তিনি বললেন, মিথ্যা ও পরনিন্দা দ্বারা।)
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1650- وَعَن أبي عُبَيْدَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الصّيام جنَّة مَا لم يخرقها

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث أبي هُرَيْرَة وَزَاد قيل وَبِمَ يخرقها قَالَ بكذب أَو غيبَة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:১৬৫৩
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৫৩. উক্ত হযরত আবু হুরায়রা (রা) সূত্রেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: অনেক রোযাদার রয়েছে, যাদের রোযা নিছক ক্ষুধা বৈ-কিছু নয় এবং এমন অনেক রাত্রি জাগরণকারী (আবিদ) রয়েছে, যাদের রাত্রি জাগরণ, অনিদ্রা ছাড়া আর কিছুই নয়। (হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। নাসাঈ, ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেন, হাদীসটি বুখারীর মাপকাঠিতে সহীহ। ইবন খুযায়মা ও হাকিমের ভাষ্যটি এরূপ: অনেক রোযাদার রয়েছে, যাদের রোযায় ক্ষুৎ-পিপাসাই শুধু তাদের ভাগ্যে জোটে। আর অনেক ইবাদতকারী রয়েছে, যাদের ভাগ্যে শুধু রাত্রি জাগরণই জোটে। বায়হাকীও এটি এভাবে বর্ণনা করেনঃ অনেক ইবাদতকারীর ভাগ্যে শুধু রাত্রি জাগরণই জোটে আর অনেক রোযাদারের ক্ষুৎ-পিপাসাই তাদের রোযার সার হয়।
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1653- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رب صَائِم لَيْسَ لَهُ من صِيَامه إِلَّا
الْجُوع وَرب قَائِم لَيْسَ لَهُ من قِيَامه إِلَّا السهر

رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ وَلَفْظهمَا رب صَائِم حَظه من صِيَامه الْجُوع والعطش وَرب قَائِم حَظه من قِيَامه السهر
وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَلَفظه رب قَائِم حَظه من الْقيام السهر وَرب صَائِم حَظه من الصّيام الْجُوع والعطش
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান