আলফিয়্যাতুল হাদীস
কবর পাকা করা, কবরে ঘর বানানো, কবরের উপর বসা এবং কবরের দিকে ফিরে নামাজ পড়া নিষেধ -এর বিষয়সমূহ
২ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৬৯৭
৬. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৬৯৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন—কবরে চুনকাম করিতে, উহার উপর ঘর তুলিতে এবং উহার উপর বসিতে। - মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُبْنَى عَلَيْهِ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ. رَوَاهُ مُسْلِمٌ

তাহকীক:
তাহকীক চলমান

সহীহ মুসলিম
হাদীস নং:২১২২
আন্তর্জাতিক নং: ৯৭২ - ১
২৭. কবরের উপর বসা ও নামায আদায়ে নিষেধাজ্ঞা
২১২২। আলী ইবনে হুজর সা’দী (রাহঃ) ......... আবু মারসাদ গানাভী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন তোমরা কবরের উপরে বসো না এবং তা সামনে রেখে নামায আদায় করো না।
باب النَّهْىِ عَنِ الْجُلُوسِ، عَلَى الْقَبْرِ وَالصَّلاَةِ عَلَيْهِ
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ، بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ وَاثِلَةَ، عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَجْلِسُوا عَلَى الْقُبُورِ وَلاَ تُصَلُّوا إِلَيْهَا " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: