মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৯৭
৬. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৬৯৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন—কবরে চুনকাম করিতে, উহার উপর ঘর তুলিতে এবং উহার উপর বসিতে। - মুসলিম
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُبْنَى عَلَيْهِ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

আরবের মাটি বালু ও কাঁকরময়। উহাকে জড় করিয়া চুনকাম করা চলে। সম্ভবতঃ হুযূর এখানে ইহাই বুঝাইয়াছেন । কেহ ‘চুনকাম করা অর্থে সৌধ নির্মাণ করা এবং 'ঘর তোলা' অর্থে তাবু খাটান মনে করেন। কবরের উপর বসাতে মুর্দার অবমাননা করা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৯৭ | মুসলিম বাংলা