মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৯৬
৬. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৬৯৬। তাবেয়ী আবুল হাইয়্যাজ আসাদী বলেন, একবার হযরত আলী (রাঃ) আমাকে বলিলেন, আমি কি তোমাকে সেই কাজে পাঠাইব না, যে কাজে আমাকে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম পাঠাইয়াছিলেন? তাহা এই, কোন মূর্তি পাইলে উহা নষ্ট না করিয়া ছাড়িবে না এবং কোন উঁচু কবর দেখিলে উহা সমান না করিয়া রাখিবে না। মুসলিম
وَعَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ: قَالَ لِي عَلِيٌّ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِن لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مشرفا إِلَّا سويته. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

“উঁচু কবর দেখিলে' অর্থাৎ, বেশী উঁচু দেখিলে উহাকে এক বিঘতের মধ্যে নামাইয়া দিবে এবং কবরের উপর ঘর দেখিলে উহাকে ভাঙ্গিয়া যমীন সমান করিয়া দিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান