মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৯৫
৬. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৬৯৫। তাবে তাবেয়ী সুফিয়ান তামার হইতে বর্ণিত আছে যে, তিনি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে উটের পিঠের ন্যায় কুঁজ (মুসান্নাম) দেখিয়াছেন। —বুখারী
وَعَنْ سُفْيَانَ التَّمَّارِ: أَنَّهُ رَأَى قَبْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَنَّمًا. رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
হানাফী মাযহাব মতে কুঁজ করা সুন্নত।
