আলফিয়্যাতুল হাদীস
সফরে নফল নামায পড়া -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:৫৫১
আন্তর্জাতিক নং: ৫৫১
সফরে নফল নামায আদায় করা।
৫৫১. আলী ইবনে হুজর (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ সফরে রাসূল (ﷺ) এর সঙ্গে যোহর দু’রাকআত আদায় করেছি এবং এরপর আরো দু’রাকআত (নফল) নামায আদায় করেছি।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান। ইবনে আবী লায়লা (রাহঃ)-ও এটিকে আতিয়্যা ও নাফি ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي التَّطَوُّعِ فِي السَّفَرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ عَطِيَّةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ فِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ ابْنُ أَبِي لَيْلَى عَنْ عَطِيَّةَ وَنَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ .
সুনানে আবু দাউদ
হাদীস নং:১২২২
আন্তর্জাতিক নং: ১২২২
২৮১. সফরে সুন্নত ও নফল নামায পড়া।
১২২২. কুতায়বা ইবনে সাইদ (রাহঃ) .... বারাআ ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আঠারটি সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সফরসঙ্গী ছিলাম। কিন্তু আমি তাঁকে দ্বিপ্রহরের পরে যোহরের নামাযের পূর্বে দুই রাকআত নামায কোন সময় ত্যাগ করতে দেখিনি।
باب التَّطَوُّعِ فِي السَّفَرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي بُسْرَةَ الْغِفَارِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ الأَنْصَارِيِّ، قَالَ صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَانِيَةَ عَشَرَ سَفَرًا فَمَا رَأَيْتُهُ تَرَكَ رَكْعَتَيْنِ إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ .

তাহকীক:
তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৩৪০
৪১. প্রথম অনুচ্ছেদ - সফরের সালাত
১৩৪০। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফরয ব্যতীত রাতের নামায আপন সওয়ারীর উপরে ইশারার সহিত পড়িতেন, যে দিকে সওয়ারী তাহাকে লইয়া চলিত। এইরূপে তিনি বিতিরও সওয়ারীর উপরই পড়িতেন। —মোত্তাঃ
بَابُ صَلَاةِ السَّفَرِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ يُومِئُ إِيمَاءً صَلَاةَ اللَّيْلِ إِلَّا الْفَرَائِضَ وَيُوتِرُ على رَاحِلَته

তাহকীক:
তাহকীক চলমান
