কাফেরগণ যেন কিছুতেই মনে না করে যে, তারা পরিত্রাণ পেয়ে গেছে। ৪২ এটা তো নিশ্চিত কথা যে, তারা (আল্লাহকে) ব্যর্থ করতে পারবে না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪২. এর দ্বারা সেই সকল কাফেরের দিকে ইশারা করা হয়েছে, যারা বদর যুদ্ধ থেকে পলায়ন করেছিল। অর্থাৎ তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যে একদম বেঁচে গেছে এমন নয়। তারা আমার ক্ষমতার বলয়ের মধ্যেই আছে। আমি যখন ইচ্ছা তাদেরকে শাস্তিদান করব। তারা আমার ইচ্ছা ব্যর্থ ও প্রতিহত করতে পারবে না। -অনুবাদক