আদ দাহ্‌র (আল-ইনসান)

সূরা নং: ৭৬, আয়াত নং: ১৭

তাফসীর
وَیُسۡقَوۡنَ فِیۡہَا کَاۡسًا کَانَ مِزَاجُہَا زَنۡجَبِیۡلًا ۚ

উচ্চারণ

ওয়া ইউছকাওনা ফীহা- কা’ছান কা-না মিঝা-জুহা- ঝানজাবীলা- ।

অর্থ

মুফতী তাকী উসমানী

সেখানে এমন পেয়ালায় তাদেরকে পান করতে দেওয়া হবে, যার (পানীয়ের) মিশ্রণ হবে আদা
﴾﴿
সূরা আদ দাহ্‌র (আল-ইনসান), আয়াত ৫৬০৮ | মুসলিম বাংলা