আদ দাহ্‌র (আল-ইনসান)

সূরা নং: ৭৬, আয়াত নং: ১৬

তাফসীর
قَؔ‍وَارِیۡرَا۠ مِنۡ فِضَّۃٍ قَدَّرُوۡہَا تَقۡدِیۡرًا

উচ্চারণ

কাওয়া-রীরা মিন ফিদ্দাতিন কাদ্দারূহা-তাকদীরা- ।

অর্থ

মুফতী তাকী উসমানী

স্ফটিকও রুপার, পরিবেশনকারীরা তা যথাযথ পরিমাণে ভরে দেবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৫. এটা জান্নাতের এক আশ্চর্য বৈশিষ্ট্য। দুনিয়ার রুপা সাধারণত স্বচ্ছ হয় না। তাই রুপার পাত্র কাচের পাত্রের মত স্বচ্ছ হতে পারে না। কিন্তু জান্নাতের গ্লাস রুপার হওয়া সত্ত্বেও কাচের মত স্বচ্ছ হবে।
﴾﴿
সূরা আদ দাহ্‌র (আল-ইনসান), আয়াত ৫৬০৭ | মুসলিম বাংলা