মানুষের উপর কখনও এমন সময় এসেছে কি, যখন সে উল্লেখযোগ্য কোন বস্তু ছিল না? ১
তাফসীরে মুফতি তাকি উসমানী
১. অর্থাৎ অবশ্যই মানুষের এমন একটা সময় ছিল, যখন সে সম্পূর্ণ নাস্তির ভেতর ছিল, ফলে তার সম্পর্কে কোনও রকম আলোচনাও ছিল না। আল্লাহ তাআলাই নিজ দয়ায় তাকে পর্যায়ক্রমে অস্তিত্ব দান করেছেন হীন শুক্রবিন্দু হতে আর এভাবে তাকে নাস্তি ও হীনাবস্থা হতে সৃষ্টির সেরা মাখলুকে উপনীত করেছেন। এর দ্বারা মানুষকে তার সূচনাপর্বের কথা স্মরণ করিয়ে দিয়ে শোকরগোজারির আহ্বান জানানো হয়েছে। -অনুবাদক