আল আ'রাফ

সূরা নং: ৭, আয়াত নং: ৯

তাফসীর
وَمَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ فَاُولٰٓئِکَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ بِمَا کَانُوۡا بِاٰیٰتِنَا یَظۡلِمُوۡنَ

উচ্চারণ

ওয়া মান খাফফাত মাওআ-ঝীনুহূফাউলাইকাল্লাযীনা খাছিরূআনফুছাহুম বিমা-কা-নূ বিআ-য়া-তিনা-ইয়াজলিমূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

আর যাদের পাল্লা হালকা হবে, তারাই তো সেই সব লোক, যারা আমার আয়াতসমূহের ব্যাপারে সীমালংঘন করে নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৪. আমল ওজন করার অর্থ কেউ বলেছেন আমলনামা ওজন করা। কেউ বলেন, কিয়ামতের দিন আমলকে বস্তুর রূপ দান করা হবে, তারপর তা ওজন করা হবে। কারও মতে ওজন করা হবে আমলকারী ব্যক্তিকে। কিন্তু এতসব ব্যাখ্যার আশ্রয় নেওয়ার কোন প্রয়োজন নেই। কেননা খোদ আমলকেই যদি ওজন করা হয়, তাতে আশ্চর্যের কি আছে? আধুনিক প্রযুক্তির কল্যাণে যখন শীত, তাপ, বাতাস ও শব্দকে পর্যন্ত পরিমাপ করা যাচ্ছে, তখন আহকামুল-হাকিমীনের আদালতে আমলের পরিমাপ করাটা তো কোন ব্যাপারই নয়। যিনি হও বললে সব হয়ে যায় এবং যার ‘হও’-এর কল্যাণে সূক্ষ্মাতিসূক্ষ্ম সৃষ্টি থেকে মহাস্থূল মহাজগত পর্যন্ত অস্তিত্ব লাভ করেছে, তার সকাশে কঠিন ও অসম্ভব বলতে কিছু নেই। -অনুবাদক
﴾﴿