আল আ'রাফ

সূরা নং: ৭, আয়াত নং: ৭৬

তাফসীর
قَالَ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡۤا اِنَّا بِالَّذِیۡۤ اٰمَنۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ

উচ্চারণ

কা-লাল্লাযীনাছতাকবারূইন্না-বিল্লাযীআ-মানতুম বিহী কা-ফিরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

সেই দাম্ভিক লোকেরা বলল, তোমরা যে বাণীতে ঈমান এনেছ আমরা তো তা প্রত্যাখ্যান করি।
﴾﴿
সূরা আল আ'রাফ, আয়াত ১০৩০ | মুসলিম বাংলা