নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছে এবং অহংকারের সাথে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না ২৬ এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুঁইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। ২৭ এভাবেই আমি অপরাধীদেরকে (তাদের কৃতকর্মের) বদলা দেই।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২৬. এটা এক আরবী প্রবচন। এর অর্থ, যেমন সুঁইয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ অসম্ভব, তেমনি তাদেরও জান্নাতে প্রবেশও সম্পূর্ণ অসম্ভব।