আল আ'রাফ

সূরা নং: ৭, আয়াত নং: ১৩৫

তাফসীর
فَلَمَّا کَشَفۡنَا عَنۡہُمُ الرِّجۡزَ اِلٰۤی اَجَلٍ ہُمۡ بٰلِغُوۡہُ اِذَا ہُمۡ یَنۡکُثُوۡنَ

উচ্চারণ

ফালাম্মা-কাশাফনা-‘আনহুমুর রিজঝা ইলাআজালিন হুম বা-লিগূহু ইযা-হুম ইয়ানকুছূ ন।

অর্থ

মুফতী তাকী উসমানী

অতঃপর যেই আমি তাদের উপর থেকে এক মেয়াদকাল পর্যন্ত আযাব দূর করতাম, যে পর্যন্ত তাদের পৌঁছা অবধারিত ছিল, ৬৬ অমনি তারা তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে যেত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬৬. অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞানে ও তাদের নিয়তিতে একটা সময় তো স্থিরীকৃত ছিলই, যে সময় আসলে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা হবে। কিন্তু তার আগে যে ছোট-ছোট আযাব আসছিল তা কিছু কালের জন্য সরিয়ে নেওয়া হল।
﴾﴿
সূরা আল আ'রাফ, আয়াত ১০৮৯ | মুসলিম বাংলা