আল্লাহ বললেন, আমি যখন তোকে আদেশ করলাম তখন কিসে তোকে সিজদা করা হতে বিরত রাখল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি দ্বারা। ৬
তাফসীরে মুফতি তাকি উসমানী
৬. এ হল ইবলীসের যুক্তি। এ যুক্তির অন্তর্নিহিত অসংগতির কথা বাদ দিলেও আল্লাহ তা‘আলার আদেশের বিপরীতে যুক্তির পেছনে পড়াটাই একটা চরম ধৃষ্টতা, যে কারণে তাকে ধিকৃত ও বিতাড়িত হতে হয়েছে। এর শিক্ষা হল, আল্লাহ তা‘আলার হুকুম বিনাবাক্যে শিরোধার্য। দীন যেহেতু আল্লাহ তা‘আলার প্রত্যক্ষ-পরোক্ষ আদেশ-নিষেধের সমষ্টি, তাই দীনী কোন বিধানের বিপরীতে নিজ যুক্তি ও অভিমত দাঁড় করালে তা হবে চরম গর্হিত কাজ এবং এরূপ ব্যক্তি ইবলীসের পদাঙ্কানুসারী বলে গণ্য হবে। আল্লাহ তা‘আলা আমাদেরকে হেফাজত করুনআমীন। -অনুবাদক